AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Interest Rate Hike: বছর শেষে মেয়েদের জন্য উপহারের ডালি মোদী সরকারের, সুকন্যা যোজনায় মিলবে আরও টাকা

Saving Scheme: সুকন্যা সম্মৃদ্ধি যোজনায় সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া তিন বছরের মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি হয়, সেগুলিতেও সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। বেশি সুদ মিলবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও। জানুয়ারি থেকে মার্চ-এই ত্রৈমাসিক অতিরিক্ত সুদের হার মিলবে। 

Interest Rate Hike: বছর শেষে মেয়েদের জন্য উপহারের ডালি মোদী সরকারের, সুকন্যা যোজনায় মিলবে আরও টাকা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 6:31 PM
Share

নয়া দিল্লি: বছর শেষে বড় উপহার। দেশের কন্যাসন্তানদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের। এবার থেকে সুকন্যা সম্মৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) আরও টাকা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার (Interest Rate) বাড়ানো হচ্ছে। এরফলে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আরও বেশি টাকা পাওয়া যাবে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া তিন বছরের মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি হয়, সেগুলিতেও সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। বেশি সুদ মিলবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও। জানুয়ারি থেকে মার্চ-এই ত্রৈমাসিক অতিরিক্ত সুদের হার মিলবে।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন স্কিম ও সিনিয়র সিটিজেন স্কিমে হারে সুদ বৃদ্ধি করা হচ্ছে।  সুকন্যা সমৃদ্ধি যোজনায় ০.২০ শতাংশ হারে সুদ বৃদ্ধি করা হয়েছে। এরফলে পরবর্তী ত্রৈমাসিকে ৮.২০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

৩ বছরের সঞ্চয় প্রকল্পেও সুদের হার ০.১০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে পোস্ট অফিসের এই সেভিং স্কিমে ৭.১০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।