AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে লাগল লটারি, ২৩ হাজার পার নিফটির, মালামাল বিনিয়োগকারীরা

Sensex-Nifty: সোমবার সকালে সবথেকে বেশি লাভবান হয়েছে টেক মাহিন্দ্রা। ৩.৪০ শতাংশ বেড়েছে সেনসেক্স। অ্যাক্সিস ব্যাঙ্কের বিএসই সেনসেক্সও ২.৭৮ শতাংশ বেড়েছে। লাভের মুখ দেখেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডাসইন্ড ব্যাঙ্কও। তথ্য

Share Market: সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে লাগল লটারি, ২৩ হাজার পার নিফটির, মালামাল বিনিয়োগকারীরা
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: Apr 21, 2025 | 11:07 AM
Share

মুম্বই: সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে খুশির জোয়ার। ইতিবাচক সূচকেই খুলল শেয়ার বাজার। চড়চড়িয়ে উঠল সেনসেক্স, নিফটির সূচক। সপ্তাহের প্রথম দিনের শুরুতেই লক্ষ্মীলাভ হওয়ায়, গোটা সপ্তাহটাই ভাল যাবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা।

এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ৩৭৪.৮৯ পয়েন্ট বেড়ে ৭৮,৯২৮.৯ অঙ্কে পৌঁছয়। এনএসই নিফটি ৫০-র সূচকও ৮৪.৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নিফটি বেড়ে ২৩,৯৩৬.৫০ অঙ্কে পৌঁছেছে।

সোমবার সকালে সবথেকে বেশি লাভবান হয়েছে টেক মাহিন্দ্রা। ৩.৪০ শতাংশ বেড়েছে সেনসেক্স। অ্যাক্সিস ব্যাঙ্কের বিএসই সেনসেক্সও ২.৭৮ শতাংশ বেড়েছে। লাভের মুখ দেখেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডাসইন্ড ব্যাঙ্কও। তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে ইনফোসিসের বেশ লক্ষ্মীলাভ হয়েছে।

অন্যদিকে, ক্ষতির মুখে পড়েছে আদানি পোর্ট। আদানি সংস্থার শেয়ারে ২.৬৯ শতাংশ পতন হয়েছে। আইটিসির শেয়ার ১.১৭ শতাংশ, ভারতী এয়ারটেলের শেয়ার ০.৯১ শতাংশ এবং নেসলে ইন্ডিয়ার শেয়ারে ০.৮৬ শতাংশ পতন হয়েছে।

নিফটিতে ব্যাঙ্কিং স্টকে পিএসইউ ব্য়াঙ্কের সূচক বেড়েছে ২.০৬ শতাংশ এবং প্রাইভেট ব্যাঙ্কের নিফটি ১.৭৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।