AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beer, Whisky Price Drop: গরম পড়তেই হুড়মুড়িয়ে কমবে বিয়ার ও হুইস্কির দাম, অর্ধেক হবে কর!

Beer, Whisky, Gin Price Drop: গরমের সঙ্গে পাল্লা গিয়ে চাহিদা বাড়ে বিয়ারের চাহিদা। আর, এবার বিয়ারের উপর কম কমতে চলেছে কর। ফলে, সস্তা হবে আপনার পছন্দের ব্র্যান্ডের বিয়ার।

Beer, Whisky Price Drop: গরম পড়তেই হুড়মুড়িয়ে কমবে বিয়ার ও হুইস্কির দাম, অর্ধেক হবে কর!
Image Credit: Christoph Schmidt/picture alliance via Getty Images
| Updated on: May 15, 2025 | 9:15 PM
Share

গরম পড়ছে। আর গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিয়ারের চাহিদা। আর এর ফলে, অনেক সময় আপনার পছন্দের ব্র্যান্ডের বিয়ার বাজারে পাওয়া যায় না। তবে, এমন একটা খবর পাওয়া যাচ্ছে যে, এই গ্রীষ্মে খুব সস্তায় পাওয়া যাবে বিয়ার। এর কারণ, গত ৬ মে ভারতের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। আর এর ফলে, সেদেশের বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলোর তৈরি বিয়ার আগের তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে।

যুক্তরাজ্যে প্রস্তুত বিয়ারের সঙ্গে সঙ্গে দাম কমবে স্কচ ও হুইস্কিরও। ব্রিটিশ হুইস্কি ও জিনের উপর শুল্ক ১৫০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশ হওয়ার কথা। পরবর্তী এই শুল্ক আরও কমে ৪০ শতাংশ হবে বলেও জানা গিয়েছে।

যদিও ব্রিটিশ ওয়াইনের দাম কমার কথা সেভাবে হয়নি। কারণ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ভারত প্রচুর পরিমাণে ওয়াইন আমদানি করে। আর ব্রিটিশ ওয়াইনের উপর শুল্ক কমলে ইউরোপিয়ান ইউনিয়নও সেই সুবিধা পাওয়ার জন্য ভারতের উপর চাপ বাড়াতে পারে। এমন হলে সেই ক্ষেত্রে সমস্যায় পড়বে ভারতই।

যদিও আমদানিকৃত বিয়ার ও হুইস্কির কর কমে যাওয়ায় ভারতীয় সংস্থাগুলোর কাছে তা কিছুটা হলেও চ্যালেঞ্জিং। ধীরে ধীরে করের পরিমাণ কমবে, সেই কারণেই দেশীয় সংস্থাগুলো এমন মনে করছে। এ ছাড়াও ভারতের বাজারে আমদানির পরিমাণ তুলনায় অনেকটাই কম। তবে, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে শুধুমাত্র ব্রিটিশ হুইস্কি ও বিয়ারের উপর কম কমছে এমনটা নয়। দাম করবে পোশাক ও চামড়াজাত পণ্যের উপরও।