চিনের গায়ে পড়ল ‘ঘা’! ট্রাম্পের ‘সাঁড়াশি চাপে’ ভারতে ‘বিনিয়োগ’ বাড়াতে পারে Google
Google: কিন্তু সম্প্রতি ট্রাম্প 'শুল্ক যুদ্ধ' ঘোষণার পর ভিয়েতনামের উপর ৪৬ শতাংশ ট্যারিফ চাপিয়েছে। অন্যদিকে, চিনের কথা তো না বললেই নয়। তাদের উপর শুল্কচাপ পেরিয়ে গিয়েছে শতকের গন্ডিও।

কলকাতা: আমেরিকা যে শুল্কযুদ্ধ ঘোষণা করেছে, তাতে বিশ্বের বাকি দেশগুলির তুলনায় দিনশেষে আখেড়ে ভারতেরই লাভ হবে বলে মনে করছেন অনেকেই। এই ‘লাভ তোলার’ একমাত্র পথ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুমধুর রাখা। এবার সেই ‘ভাল সম্পর্কের’ প্রথম ফলটাই মনে হয় পেতে পারে ভারত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্ভবত চিন ও ভিয়েতনামের পথ ছেড়ে ভারতে নিজের ফোন তৈরি বাড়াতে চলেছে Google। যার জেরে বাড়বে বিনিয়োগ। উল্লেখ্য, তাদের নিজস্ব স্মার্টফোন Google Pixel-এর প্রতিটি মডেলই চিন ও ভিয়েতনামে সস্তায় তৈরি হয়ে আমেরিকা-সহ বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ত।
কিন্তু সম্প্রতি ট্রাম্প ‘শুল্ক যুদ্ধ’ ঘোষণার পর ভিয়েতনামের উপর ৪৬ শতাংশ ট্যারিফ চাপিয়েছে। অন্যদিকে, চিনের কথা তো না বললেই নয়। তাদের উপর শুল্কচাপ পেরিয়ে গিয়েছে শতকের গন্ডিও। সেই তুলনায় ‘সুরক্ষিত ও নিরাপদ’ রয়েছে একটিই দেশ তা হল ভারত। সেই কথাটা মাথায় রেখেই এবার এই দেশের দিকে ঝুঁকতে পারে Google।
ভারতে যে Google নিজের Pixel ফোন তৈরি করে না, এমনটা নয়। চিন ও ভিয়েতনামের তুলনায় সেই সংখ্য়াটা অনেকটা কম। প্রতি মাসে ভারতে ৪০ থেকে ৪৫ হাজার ইউনিট Pixel ফোন তৈরি করে Google। সেই নিরিখে তাইওয়ান, চিনে প্রতি মাসে তৈরি হয় লক্ষাধিক ইউনিট।

