AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST: জিএসটি ফাঁকি ঠেকাতে বড় পদক্ষেপ করল সরকার

GST: জিএসটি ফাঁকি ঠেকাতে ইনভয়েসে জিও ট্যাগিংয়ের ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার ফলে তদন্তকারী সংস্থাগুলি বিলিংয়ে জালিয়াতি ধরার ব্যাপারে বিশেষ পদক্ষেপ করতে পারবে।

GST: জিএসটি ফাঁকি ঠেকাতে বড় পদক্ষেপ করল সরকার
প্রতীকী ছবি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 1:44 AM
Share

নয়া দিল্লি: জিএসটি (GST) ফাঁকি ঠেকাতে বড় পদক্ষেপ করছে চলেছে সরকার। এর জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলিও প্রস্তুত হয়েছে এবং জিএসটি ফাঁকিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে। যেমন, ব্যবসায়ীরা জাল রশিদ দিয়ে বিপুল পরিমাণ কর ফাঁকি দিত। তাই এবার গুজরাট, অসম এবং মহারাষ্ট্র সরকার জাল চালান বন্ধ করতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী গঠন করেছে। ভুয়া চালানের মাধ্যমে জালিয়াতি বিলিং ধরতে বিশেষ অভিযান চালাবে এই বাহিনী। শুধু তাই নয়, ভুয়ো চালান বন্ধ করতে আরও কয়েকটি পদক্ষেপ করতে চলেছে সরকার। এই পরিকল্পনাগুলি কী জানুন।

জিএসটি ফাঁকি ঠেকাতে ইনভয়েসে জিও ট্যাগিংয়ের ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার ফলে তদন্তকারী সংস্থাগুলি বিলিংয়ে জালিয়াতি ধরার ব্যাপারে বিশেষ পদক্ষেপ করতে পারবে। সূত্রের খবর, জিএসটি ফাঁকি বন্ধ করতে রাজ্যগুলির সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

রাজ্য সরকারের পদক্ষেপ

স্থানীয় স্তরে জাল চালান অর্থাৎ জাল বিলিং ঠেকাতে রাজ্য সরকারগুলি বিশেষ সতর্ক রয়েছে৷ ইনভয়েসিং-এ জিও ট্যাগিং কার্যকর করার ফলে জাল বিলিংয়ের উপর নজরদারি বেড়েছে। এটিএস সহ রাজ্যগুলির বিশেষ পুলিশ বাহিনীও নজরদারি শুরু করেছে।

AI সহায়তা

গুজরাট, অসম এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা বিশ্লেষণের সাহায্যে জাল চালান ধরতে শুরু করেছে। AI তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনীর মাধ্যমেও অভিযান চালানো হচ্ছে।

কোটি টাকার চুরি ধরা পড়েছে

গত এক বছরে ১.৩ লক্ষ কোটি টাকার জিএসটি ফাঁকি ধরা পড়েছে। এখনও পর্যন্ত এব্যাপারে ১৫,৫৬২টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সরকার মোট ৩৩,২২৬ কোটি টাকা উদ্ধার করেছে।