GST Council Meeting: খরচসাপেক্ষ হচ্ছে অনলাইনে গেমিং, ক্যাসিনো-ঘোড়া দৌড়ে বসল ২৮ শতাংশ GST, দাম কমল কীসের?

GST on Online Gaming-Casino: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২৮ শতাংশ জিএসটি গেমিং প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই বসবে। কোন খেলায় দক্ষতার প্রয়োজন আর কোন খেলা ভাগ্যের জোরে জেতা যায়, তা আলাদাভাবে বিচার করা হবে না।

GST Council Meeting: খরচসাপেক্ষ হচ্ছে অনলাইনে গেমিং, ক্যাসিনো-ঘোড়া দৌড়ে বসল ২৮ শতাংশ GST, দাম কমল কীসের?
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 6:45 AM

নয়া দিল্লি: অনলাইনে গেম (Online Gaming) খেলেন? বা ক্যাসিনোয় (Casino) গিয়ে ভাগ্য পরীক্ষা করেন? তবে আপনার জন্য রয়েছে বড় খবর। কেন্দ্রের তরফে নেওয়া হল বড় সিদ্ধান্ত। ২৮ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি (GST) বসানো হল অনলাইন গেমিং, ঘোড়া দৌড় ও ক্য়াসিনোর উপরে। মঙ্গলবার জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meeting) পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। দীর্ঘদিন ধরেই অনলাইন গেমিং, ঘোড়া দৌড়ের উপরে জিএসটি বসানোর পরিকল্পনা করছিল কেন্দ্র, অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।

কোন পণ্যের উপরে কত শতাংশ জিএসটি বসে, তার উপর নির্ভর করেই পণ্যের দাম কমে বা বাড়ে। কোন পণ্যে কত শতাংশ জিএসটি বসা উচিত, তা স্থির করে জিএসটি কাউন্সিল। মঙ্গলবার জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই কেন্দ্রের তরফে একদিকে যেমন অনলাইন গেমিং, ক্যাসিনোর উপরে ২৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তেমনই বেশ কিছু পণ্যের উপর জিএসটি কমানোও হয়েছে।

অনলাইন গেমিংয়ে জিএসটি বসবে, এই জল্পনা আগেই ছিল। তবে প্রশ্ন ছিল যে এই জিএসটি বাজির অঙ্কের (বেট) উপরে নির্ভর করবে নাকি গেমিংয়ের মাধ্যমে গড় আয়ের উপরে বসবে কিংবা কেবল প্ল্য়াটফর্ম ফি-র উপরে জিএসটি বসবে? মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২৮ শতাংশ জিএসটি গেমিং প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই বসবে। কোন খেলায় দক্ষতার প্রয়োজন আর কোন খেলা ভাগ্যের জোরে জেতা যায়, তা আলাদাভাবে বিচার করা হবে না। ঘোড়া দৌড় ও ক্যাসিনোর ক্ষেত্রেও ২৮ শতাংশ জিএসটি কার্যকর হবে।

তবে শুধু জিএসটি বৃদ্ধিই নয়, কাউন্সিলের বৈঠকে বেশ কিছু পণ্যের উপরে জিএসটি কমানো বা ছাড় দেওয়া হয়েছে। যেমন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপরে কোনও জিএসটি ছাড় দেওয়া হয়েছে। এই ওষুধগুলির উপরে কোনও জিএসটি বসবে না, ফলে ওষুধগুলির দাম কমবে।

পাশাপাশি যে বেসরকারি সংস্থাগুলি উপগ্রহ উৎক্ষেপণ পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের উপরেও জিএসটিতে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।

প্রি-কুকড স্ন্য়াক্স  বা রান্না না করা স্ন্যাক্সের উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

জরির সুতোর উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।