
নয়া দিল্লি: জল্পনাই সত্যি হল। জিএসটি(GST)-তে হচ্ছে বড় বদল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও সমস্ত রাজ্যের মন্ত্রীরা জিএসটির দুটি স্ল্য়াবেই সম্মতি জানিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটি কার্যকর হচ্ছে। দাম কমবে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের। কোন কোন স্ল্যাব থাকবে জিএসটির?
কেন্দ্রের ঘোষণা, জিএসটিতে এবার থাকবে দুটি স্ল্যাব। ৫ শতাংশ ও ১৮ শতাংশ- এই দুটি জিএসটি স্ল্যাবে সম্মতি জানিয়েছে জিএসটি কাউন্সিল। ২৮ শতাংশ ও ১২ শতাংশের জিএসটি স্ল্যাব তুলে নেওয়া হল। এই সিদ্ধান্তে স্বাস্থ্য ক্ষেত্র, ছোট ব্যবসা, বস্ত্র, ফার্মাসিউটিক্যাল ও ইন্সুরেন্স বা বিমা ক্ষেত্র বিশেষভাবে উপকৃত হবে।
অন্যদিকে, সিগারেট, মদ, তামাকজাত পণ্য ও লাক্সারি পণ্যে ৪০ শতাংশ কর বসানোর প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে।
ছোট গাড়ি, বাইক, হোটেলের ভাড়া, সিনেমার টিকিট, অত্যাবশ্যকীয় ওষুধ, পনীর, খাখরা, পিৎজা ব্রেড, ফ্রুট জ্যুস, কোকোনাট ওয়াটার, মাখন, চিজ, পাস্তা ও আইসক্রিম, কৃষিপণ্য ও সার, বস্ত্র, সিন্থেটিক কাপড়, ফাইবার সুতো, কার্পেট, হাতে বোনা কাপড়, টুথপেস্ট, শ্যাম্পু, চুলের তেল, সাবান সোলার কুকারের মতো জিনিস সস্তা হচ্ছে জিএসটি স্ল্যাব পরিবর্তন হওয়ায়।
জানা গিয়েছে, জিএসটি কাউন্সিল ঝুঁকিপূর্ণ নয়, এমন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSMEs) ও স্টার্টআপের রেজিস্ট্রেশনের সময় ৩০ দিন থেকে কমিয়ে ৩ দিন করার পরিকল্পনা গ্রহণ করেছে। জিএসটিএন ডেটা অ্যানালাইসিস করে কোন ব্যবসা কতটা ঝুঁকিপূর্ণ তা বিচার করবে।
যে সমস্ত ব্যবসার মাসিক ট্যাক্স আড়াই লক্ষ টাকার বেশি নয়, তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে। ৭ দিনের মধ্যে রফতানি রিফান্ড ইস্যু করার প্রস্তাবনাও গ্রহণ করা হয়েছে।