GST Reform: পুজোর শপিংয়ে ২৫০০ টাকার বেশি দামের জামা-জুতো কিনলে এবার কত GST বসবে?

GST on Clothes & Shoes: আগে মোট ৪টি জিএসটির স্ল্যাব ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। এর মধ্যে জামাকাপড়, জুতো, যার দাম ২৫০০ টাকার কম, তাতে ৫ শতাংশ জিএসটি বসত।

GST Reform: পুজোর শপিংয়ে ২৫০০ টাকার বেশি দামের জামা-জুতো কিনলে এবার কত GST বসবে?
জিএসটিতে বড় বদল।Image Credit source: PTI

|

Sep 04, 2025 | 12:46 PM

নয়া দিল্লি: দুর্গা পুজোর মাস পড়ে গিয়েছে। উৎসবের আমেজে মেতে সবাই। আর সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কারের সিদ্ধান্ত। জিএসটি কাউন্সিলের তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী ২২ সেপ্টেম্বর থেকে মাত্র দুটি জিএসটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এই সিদ্ধান্তে আপনার পুজোর শপিংয়েও প্রভাব পড়বে। পছন্দের দামি জামা-জুতো কিনতে এবার বেশি খরচ পড়বে নাকি কম?

আগে মোট ৪টি জিএসটির স্ল্যাব ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। এর মধ্যে জামাকাপড়, জুতো, যার দাম ২৫০০ টাকার কম, তাতে ৫ শতাংশ জিএসটি বসত। ২৫০০ টাকার বেশি দামের জামাকাপড়ে ১২ শতাংশ জিএসটি বসত। জুতোর ক্ষেত্রে ১০০০ টাকার কম দামের জুতোয় ১২ শতাংশ এবং তার বেশি দামের জুতোয় ১৮ শতাংশ জিএসটি বসত। কেন্দ্রের জিএসটি সংস্কারের সিদ্ধান্তে ১২ শতাংশের স্ল্যাব উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই স্ল্যাবে থাকা জামাকাপড় ও জুতোর উপরে কত শতাংশ জিএসটি বসবে, সেই প্রশ্নই উঠেছে।

জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ২৫০০ টাকার কম দামের জামাকাপড় ও জুতোয় এবার থেকে ৫ শতাংশ জিএসটি বসবে। ২৫০০ টাকার বেশি দামের পোশাক বা জুতো কিনলে তার উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। অর্থাৎ আগে যেখানে ১০০০ টাকার উপরে জুতো কিনলেই ১৮ শতাংশ জিএসটি দিতে হত, সেখানে এবার ২৫০০ টাকার বেশি দামের জুতো কিনলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।