GST Reform: থাকছে না GST-র দুটি স্ল্যাব, কত কোটি টাকা ক্ষতি হবে কেন্দ্রের এই সিদ্ধান্তে?
GST Effect on Economy: জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কাউন্সিলের অন্যান্য সদস্যরা। ঘোষণা করা হয় জিএসটি স্ল্যাবে পরিবর্তনের। এরপরই প্রশ্ন আসে যে কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্বে কতটা ঘাটতি হবে?

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের বিরাট সিদ্ধান্ত। দেশের কর ব্যবস্থায় আমূল পরিবর্তন। জিএসটির হারে আনা হল বদল। বুধবার, ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটির স্ল্যাব চারটি থেকে দুটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেছেন যে এবার থেকে শুধুমাত্র দুটি জিএসটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। দাম কমতে চলেছে টিভি, ফ্রিজ থেকে দুধ, রুটি, মাখন সহ একাধিক পণ্যের। সস্তা হবে গাড়ি, বাইকও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্বে কতটা ক্ষতি হবে?
জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কাউন্সিলের অন্যান্য সদস্যরা। ঘোষণা করা হয় জিএসটি স্ল্যাবে পরিবর্তনের। এরপরই প্রশ্ন আসে যে কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্বে কতটা ঘাটতি হবে? উত্তরে রাজস্ব সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তব বলেন যে জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হয়তো কোনও ক্ষতিই হবে না।
জিএসটির দুটি স্ল্য়াব- ১২ শতাংশ ও ২৮ শতাংশ তুলে দেওয়ায় রাজস্বে যে ঘাটতি হবে, তা ক্ষতি হিসাবে মানতে নারাজ কেন্দ্র। অরবিন্দ শ্রীবাস্তব বলেন, “জিএসটির সংস্কারের জেরে রাজস্বে আনুমানিক ৪৮ হাজার কোটি টাকার প্রভাব পড়তে পারে। ২০২৩-২৪ সালের পরিসংখ্যানের হিসাবে এই সংখ্যা স্থির করা হয়েছে। তবে একে রাজস্বের ক্ষতি বলা ঠিক হবে না।”
তিনি আরও বলেন যে জিএসটির সংস্কারে ক্রেতাদের কেনাকাটায় ইতিবাচক প্রভাব পড়বে। খাবার, পরিবহন, অটোমোবাইল ক্ষেত্রে আরও উন্নতির আশা করা হচ্ছে। অরবিন্দ শ্রীবাস্তবের কথায়, “জিএসটির হারে পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে। সরকার আশা করছে, এতে তাদের খরচের ক্ষমতাও বাড়বে, যা সরাসরি দেশের অর্থনীতিতেই অবদান রাখবে।”
জিএসটির হারে এই সংস্কার বা বদল আনায় অর্থনীতিতে কোনও বড় আর্থিক প্রভাব পড়বে না বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। এর ব্যাখ্যা দিয়ে অরবিন্দ শ্রীবাস্তব বলেন, “এই সিদ্ধান্ত আর্থিকভাবে টেকসই হবে বলেই মনে করছে সরকার। আর্থিক সম্মৃদ্ধি আরও বেশি হবে”। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেন যে জিএসটির এই হার পরিবর্তনে দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে।
