Ice Cream Business: আইস ক্রিম ব্যবসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার

Ice Cream Business: সংস্থার তরফে জানা গিয়েছে তাদের টার্নওভারের তিন শতাংশ অবদান রাখে এই আইসক্রিম ব্যবসা। কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার রিতেশ তিওয়ারি ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সময় জানিয়েছেন, স্বাধীনভাবে আইসক্রিম ব্যবসার মূল্যায়ন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Ice Cream Business: আইস ক্রিম ব্যবসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Oct 27, 2024 | 12:32 AM

নয়া দিল্লি: দৈনন্দিন জীবনে চাহিদা আছে, এমন পণ্য বিক্রি করে থাকে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। সম্প্রতি ত্রৈমাসিকের ব্যবসার ফল প্রকাশ করেছে তারা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তাদের মোট মুনাফা ২.৩৩ শতাংশ কমে হয়েছে ২,৫৯৫ কোটি টাকা। এরপরই বড় সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।

এফএমসিজি সংস্থা হিসেবে জনপ্রিয় এই সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল) তাদের আইসক্রিম ব্যবসাকে আলাদা করার কথা ঘোষণা দিয়েছে। HUL-এর আইসক্রিম ব্যবসার মধ্যে রয়েছে কোয়ালিটি ওয়াল, কর্নেটো এবং ম্যাগনামের মতো ব্র্যান্ড। বুধবার সংস্থার বোর্ড মিটিং-এ আইসক্রিম ব্যবসাকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানা গিয়েছে তাদের টার্নওভারের তিন শতাংশ অবদান রাখে এই আইসক্রিম ব্যবসা। কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার রিতেশ তিওয়ারি ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সময় জানিয়েছেন, স্বাধীনভাবে আইসক্রিম ব্যবসার মূল্যায়ন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, আইসক্রিম ব্যবসাকে আলাদা করা হলে তাদের মূল ব্যবসায় জোর দিতে সুবিধা হবে।

সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির মোট ব্যয় দাঁড়িয়েছে ১২,৫৮১ কোটি টাকা, যা বার্ষিক ভিত্তিতে ৩ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে, মোট আয় এক বছরের আগের তুলনায় ২.১৪ শতাংশ বেড়ে ১৬,১৪৫ কোটি টাকা হয়েছে।

সার্ফ, রিন, লাক্স, পন্ডস, লাইফবয়, ল্যাকমে, ব্রুক বন্ড, লিপটন এবং হরলিক্সের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিকানা রয়েছে এই হিন্দুস্তান ইউনিলিভারের হাতে। সংস্থার কর্তারা জানিয়েছেন, গ্রামীণ এলাকায় ব্যবসার উন্নতি অব্যাহত রয়েছে।