AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এটাই বিশ্বের সবথেকে ধনী রাজপরিবার, সম্পদ ব্রিটেনের রাজাদের থেকে ১৬ গুণ বেশি

House of Saud: মোট সম্পদের পরিমাণ ১.৪ লক্ষ কোটি মার্কিন ডলার! যেখানে রাজা তৃতীয় চার্লসের নেতৃত্বাধীন ব্রিটিশ রাজ পরিবারের বর্তমান সম্পদ মাত্র ৮৮০০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, এই রাজপরিবারের সম্পদের পরিমাণ ব্রিটিশ রাজপরিবারের থেকে প্রায় ১৬ গুণ বেশি!

এটাই বিশ্বের সবথেকে ধনী রাজপরিবার, সম্পদ ব্রিটেনের রাজাদের থেকে ১৬ গুণ বেশি
রিয়াধে সৌদি বাদশার প্রাসাদImage Credit: Twitter
| Updated on: Jan 12, 2024 | 10:56 AM
Share

জেড্ডা: বিশ্বের অধিকাংশ দেশেই এখন গণতন্ত্র রয়েছে। তবে, ব্রিটেন, স্পেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ডের মতো বেশ কিছু দেশে এখনও থেকে গিয়েছে রাজ পরিবার। বিশ্বের সবথেকে ধনী এবং সবথেকে প্রভাবশালী রাজ পরিবার কোনটি জানেন? ফোর্বস জানিয়েছে, বর্তমান বিশ্বে সবথেকে সম্পদশালী রাজ পরিবার হল সৌদি রাজ পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ১.৪ লক্ষ কোটি মার্কিন ডলার! সৌদি রাজপরিবারের সম্পদ এখন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস, রতন টাটা, মুকেশ অম্বানি এবং গৌতম আদানিদের সম্মিলিত সম্পদকেও ছাড়িয়ে গিয়েছে।

সৌদি রাজপরিবারের গ্যারাজ

সৌদি রাজপরিবারের মোট সদস্য সংখ্যা অবশ্য ১৫,০০০-এরও বেশি। দিরিয়াহ আমিরশাহির প্রতিষ্ঠাতা মহম্মদ বিন সৌদের বংশই পরবর্তী সময়ে সৌদি রাজপরিবার হিসেবে পরিচিতি পেয়েছে। পরিবারের আকার বিশাল হলেও, সম্পদ মোটামুটিভাবে হাজার দুয়েক আত্মীয়ই নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আধুনিক সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন আবদুল রহমানের বংশধররা। ২০১৫ সাল থেকে সৌদির বাদশার চেয়ারে আছেন সলমন বিন আব্দুল আজিজ আল সৌদ। তবে, বর্তমানে এই পরিবারের সবথেকে পরিচিত মুখ হলেন শাহজাদা মহম্মদ বিন সলমন, যিনি বেশি পরিচিত এমবিএস নামে। তিনি ক্রাউন প্রিন্স, অর্থাৎ, বাদশা সলমন বিন আব্দুল আজিজের পর তিনি বসবেন তাঁর চেয়ারে। বর্তমানে এমবিএস সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেও, বকলমে তিনিই সৌদির বাদশা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে সৌদির শাসন ক্ষমতা কুক্ষিগত এমবিএস-এর হাতে

প্রায় সাত দশক আগে, তৎকালীন বাদশা, আবদুল আজিজ ইবনের আমলে, সৌদি আরবে বিরাট তেলের ভাণ্ডার আবিষ্কার হয়েছিল। আর এই তেল বিক্রির টাকাতেই ফুলে ফেঁপে উঠেছে সৌদি রাজ পরিবারের সম্পদ। যদিও সৌদি রাজপরিবারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট আর্থিক বিবরণ কখনও প্রকাশ করা হয় না। তবে, সৌদি রাজপরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনধারা, অসংযত ব্যয় প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে। মনে হতেই পারে, অম্বানি-আদানিদের মতো শিল্পপতিদের থেকে তো কোনও রাজ পরিবারের সম্পদ বেশি হবেই। কিন্তু, ব্রিটিশ রাজপরিবারের সম্পদের সঙ্গে তুলনা করলেই, সৌদি রাজ পরিবারের সম্পদের বিশালত্য উপলব্ধি করা যায়। রাজা তৃতীয় চার্লসের নেতৃত্বাধীন ব্রিটিশ রাজ পরিবারের বর্তমান সম্পদ মাত্র ৮৮০০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, সৌদি রাজপরিবারের সম্পদের পরিমাণ ব্রিটিশ রাজপরিবারের থেকে প্রায় ১৬ গুণ বেশি!