

এক সময়ে স্টিম ইঞ্জিনে চলত ট্রেন। পরে আসে ডিজেল চালিত ইঞ্জিন। বর্তমানে বিদ্যুতেও চলে ট্রেন।


গাড়ি সাধারণত এক লিটারে ১৫ থেকে ২০ কিলোমিটার চলে। তবে এক লিটার ডিজেলে ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে, তা যাত্রীবাহী ট্রেন নাকি এক্সপ্রেস ট্রেনের উপরে নির্ভর করে।


১২ কোচের এক্সপ্রেস ট্রেনের ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ৪.৫ লিটার ডিজেল লাগে।

ট্রেনের মাইলেজ নির্ভর করে তার কোচ সংখ্যার উপরও। যত কম কোচ হবে, ততই মাইলেজ বেশি হবে। কম ডিজেল খরচ হবে।