Income Tax Raid: বাড়িতে ঠিক কত ক্যাশ রাখলে আয়কর দফতর ধরবে আপনাকে?

Mar 25, 2025 | 4:15 PM

Income Tax: আয়কর আইন অনুয়ায়ী কোনও ব্যক্তির আয়ের উৎস স্পষ্ট না হলে, অঘোষিত আয়ের উপর কর আরোপ করা হবে। তবে, বাড়িতে নগদ টাকা রাখার কি আদৌ কোনও সীমা রয়েছে?

Income Tax Raid: বাড়িতে ঠিক কত ক্যাশ রাখলে আয়কর দফতর ধরবে আপনাকে?

Follow Us

২২ মার্চ সুপ্রিম কোর্ট ভিডিয়ো ও ছবি সহ একটি রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। যেখানে অনেক পোড়া নোট দেখা যাচ্ছে। বলা হয়েছে, বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে ওই নগদ টাকা ও পোড়া নোট উদ্ধার হয়েছে বলে অভিযোগ। যদিও দিল্লি হাইকোর্টের বিচারক যশবন্ত ভার্মা তাঁর বাড়ি থেকে কোনও রকম নগদ অর্থ উদ্ধারের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। কিন্তু ওই টাকা যদি কালো টাকা হয়, তবে সেটা অপরাধ। কিন্তু ওই টাকার যদি হিসাব থাকে, তাহলে এত টাকা নগদ হিসাবে রাখা কি অবৈধ হিসাবে গণ্য হবে? বাড়িতে নগদ টাকা রাখার কি আদৌ কোনও সীমা রয়েছে?

আমরা প্রায়শই খবরে বিভিন্ন আয়কর কর্মকর্তাদের অভিযানের কথা শুনে থাকি। যেখানে কারও বাড়ি বা অফিস থেকে অবৈধ নগদ টাকা বা অন্যান্য মূল্যবান অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়। দেখা যায় সেই নগদ টাকা বা জিনিসপত্র আধিকারিকরা বাজেয়াপ্ত করেন। অনেক সময় দেখা যায় যাঁর বাড়িতে রেড করা হয়েছে, সেই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।

আয়কর আইন বলে, বাড়িতে নগদ টাকা রাখার কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ, কোনও ব্যক্তি নাড়িতে নগদ হিসাবে যত খুশি টাকা রাখা যেতে পারে। যদি কেউ বাড়িতে কোনও নগদ টাকা রাখে সেক্ষেত্রে শর্ত হল সেই উপার্জন বৈধ উৎস থেকে আসতে হবে ও আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে। তবে কেউ আয়ের উৎস ব্যাখ্যা করতে না পারেন, তাহলে বাড়তি সেই আয়ের উপর বাড়তি কর দিতে হবে।

আয়কর আইন অনুয়ায়ী কোনও ব্যক্তির আয়ের উৎস স্পষ্ট না হলে, সেই অঘোষিত আয়ের উপর কর আরোপ করা হবে। আইন বলছে, এই আয়ের উপর সর্বোচ্চ ৭৮ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হতে পারে। এর পাশাপাশি তার উপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হতে পারে।