Personal Loan নেবেন ভাবছেন? SBI থেকে ICICI- কোন ব্যাঙ্কে কত ইএমআই দিতে হবে জানুন
Personal Bank: বিভিন্ন ব্যাঙ্ক থেকে মাঝেমধ্যেই ফোন করে ঋণ নেওয়ার কথা বলা হয়। তবে কোনও প্রলোভনে পা না দিয়ে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, কোন ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নেবেন।

নয়া দিল্লি: শুধু বাড়ি-গাড়ি কিনতেই যে ঋণ নিতে হয়, তা নয়। অনেক সময় অনেক ধরনের সমস্যায় অর্থের প্রবল প্রয়োজন হয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের থেকে টাকা নিয়েও যখন চাহিদা পূরণ না হয়, তখনই নিতে হয় ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন। উৎসবের মরশুমে নিতে হতে পারে পার্সোনাল লোন। এমন পরিস্থিতিতে, আপনিও যদি ব্যক্তিগত ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। ।
বিভিন্ন ব্যাঙ্ক থেকে মাঝেমধ্যেই ফোন করে ঋণ নেওয়ার কথা বলা হয়। তবে কোনও প্রলোভনে পা না দিয়ে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, কোন ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নেবেন। দেশের কোন ব্যাঙ্ক থেকে লোন নিলে কত ইএমআই দিতে হবে? ঋণ নেওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মানতে হবে, সুদের হার কত, এই সব তথ্য উল্লেখ করা হল এই প্রতিবেদনে।
আপনি যদি ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বা ১ লক্ষ টাকার পার্সোনাল লোন নিতে চান, তাহলে জেনে নিন, কোন ব্যাঙ্কে আপনাকে কত সুদ দিতে হবে। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশে মোট ২১টি ব্যাঙ্ক আছে। তার সুদের তালিকা প্রকাশ করেছে ‘পয়সা বাজার ডট কম’।
HDFC- সুদের হার ১০.৫০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৪৭ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৯ টাকা।
TATA Capital: সুদের হার ১০.৯৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৮৬৯ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৭৪ টাকা।
SBI- সুদের হার ১১.০৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৮৮৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৭৭ টাকা।
ICICI: সুদের হার ১০.৫০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৪৭ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৯ টাকা।
Bank Of Baroda: সুদের হার ১০.৮০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৮২১ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৬৪ টাকা।
Axis Bank: সুদের হার ১০.৪৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৪৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৯ টাকা।
Kotak Mahindra: সুদের হার ১০.৯৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৮৬৯ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৭৪ টাকা।
Bank of India: সুদের হার ১০.২৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৬৮৫ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৩৭ টাকা।
Central Bank: সুদের হার ১০.৬৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৮৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৫৭ টাকা।
PNB: সুদের হার ১০.৪০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৭২ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৪ টাকা।
HSBC Bank: সুদের হার ৯.৯৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৬২১ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১২৪ টাকা।
Federal Bank: সুদের হার ১১.৪৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৯৯৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৯৯ টাকা।
Union Bank: সুদের হার ১১.৪০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৯৭১ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৯৪ টাকা।
Bajaj Finance: সুদের হার ১১ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৮৭১ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৭৪ টাকা।
Punjab and Sindh Bank: সুদের হার ১০.১৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৬৬০ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৩২ টাকা।
South Indian Bank: সুদের হার ১২.৮৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১১,৩৩৮ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,২৬৮ টাকা।
UCO Bank: সুদের হার ১২.৪৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১১,২৩৬ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,২৪৭ টাকা।
IDFC: সুদের হার ১০.৪৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৪৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৯ টাকা।
Bank oh Maharashtra: সুদের হার ১০ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৬২৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১২৫ টাকা।
Karnataka Bank: সুদের হার ১৪.১৪ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১১,৬৭০ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,৩৩৪ টাকা।
Indusind Bank: সুদের হার ১০.৪৯ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নিলে ইএমআই কাটবে ১০,৭৪৪ টাকা। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ইএমআই হবে ২,১৪৯ টাকা।
