
নয়া দিল্লি: ভারতীয় রেলে আগে দ্রুতগতির ট্রেন বলতে সকলের মাথায় আসত রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেসের কথা। সময় বদলেছে, তার সঙ্গে বদল এসেছে ভারতীয় রেলওয়েতেও। এখন ট্র্যাকে ছোটে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনের পর থেকেই ব্যাপক জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে ১০০টি রুটে এই সেমি হাই স্পিড ট্রেন চলে। বন্দে ভারত থেকে রেলওয়ে কত টাকা উপার্জন করে, জানেন?
সম্প্রতিই মধ্য প্রদেশের এক বাসিন্দা, চন্দ্রশেখর গৌড় আরটিআই করে জানতে চেয়েছিলেন, বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলি থেকে সরকার কত টাকা আয় করে? গত দুই বছরে বন্দে ভারত এক্সপ্রেস কত রাজস্ব আয় হয়েছে? বন্দে ভারত চালিয়ে রেলের লাভ হয়েছে নাকি ক্ষতি?
সেই আরটিআইর উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে, ট্রেন ভিত্তিক রাজস্বের হিসাব রাখা হয় না। তাই বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন থেকে কত টাকা আয় হয়, তা জানা নেই।
বর্তমানে, দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। এখনও পর্যন্ত প্রায় দুই কোটিরও বেশি যাত্রী এই ট্রেনগুলিতে ভ্রমণ করেছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে বন্দে ভারত ট্রেনগুলি যে দূরত্ব অতিক্রম করেছে, তা পৃথিবীর ৩১০ বার প্রদক্ষিণ করার সমান।
আরটিআই-তে বন্দে ভারতের আয়ের হিসাব না পেয়ে, ওই ব্যক্তি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, রেলওয়ে বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করা মানুষের সংখ্যা এবং কত দূরত্ব অতিক্রম করেছে, তার রেকর্ড রাখে, কিন্তু রাজস্ব সম্পর্কে কোনও তথ্য রাখে না।
এর আগে, গত বছর অক্টোবরে আরেকটি আরটিআই-এর জবাবে রেলের তরফে জানানো হয়েছিল যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ৯২ শতাংশেরও বেশি আসন বুক থাকে। বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বিপুল।