India Pakistan Tensions: কাঙাল হওয়ার কাহিনী! ভারতে ব্যর্থ হামলা চালিয়ে কত খসল পাকিস্তানের?

Pakistan Total Cost in Four Week Conflict: সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালিয়ে বাড়তি ৪৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৯২১ কোটি টাকা খরচ হয়েছে তাদের। অবশ্য, এই পরিমাণ টাকা দিয়ে শুধুই ব্যর্থ ড্রোন হামলার চেষ্টাই চালায়নি তারা।

India Pakistan Tensions: কাঙাল হওয়ার কাহিনী! ভারতে ব্যর্থ হামলা চালিয়ে কত খসল পাকিস্তানের?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

May 10, 2025 | 8:00 PM

নয়াদিল্লি: একে ‘কাঙাল’। তার মধ্যে অশান্তির জেরে বেরিয়ে গেল এতগুলো টাকা। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমন হয়েছে অনেকটা। টানা দুই রাত হামলা চালিয়ে, যে মারটা খেয়েছে পাকিস্তান। সেই সূত্র ধরেই শনিবার লেজ গুটিয়ে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে তারা। সম্মতি দিয়েছে ভারতও।

কিন্তু ভারতের উপর যে দিন কতক ধরে ব্যর্থ হামলার চেষ্টা চালাল তারা। তাতে কত খরচ হল পাকিস্তানের? সেদেশের সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, এই কয়েক সপ্তাহে ভারতের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করতে প্রতিদিন ২৫ মিলিয়ন ডলার বা ২১৩ কোটি টাকা খরচ করেছে পাকিস্তান। সব মিলিয়ে তাদের মোট খরচ দাঁড়িয়েছে ১০০ কোটি মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকার অধিক।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালিয়ে বাড়তি ৪৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৯২১ কোটি টাকা খরচ হয়েছে তাদের। অবশ্য, এই পরিমাণ টাকা দিয়ে শুধুই ব্যর্থ ড্রোন হামলার চেষ্টাই চালায়নি তারা। যা বেঁচেছে, তা দিয়ে ব়্যাডার সিস্টেম সক্রিয়, সীমান্তে সেনা পাঠানোর মতো ছোট-বড় কাজ করেছে তারা।

উল্লেখ্য, এত কোটি টাকা খরচ করেও ভারতের গায়ে একটা আঁচড় কাটতে পারেনি পাকিস্তান। তুরস্কের থেকে ড্রোন এনেও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে নুুইয়ে পড়তে হয়েছে তাদের। এমনকি, ভারতের পাল্টা প্রত্যাঘাতে প্রাণ ‘ঝালাফালা’ হয়েছে তাদের। সেই বিষয়টা স্পষ্ট করেছেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিও। তিনি জানিয়েছেন, ‘আকাশ হোক বা স্থল পথ, পাকিস্তানকে এই কয়েক দিনেই নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। তাদের একাধিক সেনা বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় থাকা পাকিস্তানি সেনার যে ঘাঁটি ছিল, তাও একেবার শেষ করেছে সেনা।’