Explained: IPL-এর ভিতর IPL! সে আবার ভয়ঙ্কর ‘টাকার খেলা’

Indian Premier League: শুধু জনপ্রিয়তা নয়, ব্যবসায়িক কৌশলের জন্য আইপিএলের রেভেনিউ চড়চড় করে বেড়েছে এক বছরে। কীভাবে অসম্ভবকে সম্ভব করা হল?

Explained: IPL-এর ভিতর IPL! সে আবার ভয়ঙ্কর টাকার খেলা

Apr 20, 2025 | 12:40 PM

২০০৮ সালে আইপিএল শুরু। সেই সময় দেশের কোণায় কোণায় ক্রিকেটকে ছড়িয়ে দিতেই শুরু হয়েছিল এই বিলিয়ন ডলার গেম। সেই সময় মনে করা হয়েছিল আইপিএলের দলগুলোর ভবিষ্যৎ অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, প্রথমদিকে আইপিএল থেকে আয় অনেক কম ছিল। খরচ ছিল বেশি। ফলে আইপিএলের ভবিষ্যৎ ছিল কালো মেঘে ঢাকা। কিন্তু আজ আইপিএল পৃথিবীর অন্যতম দামি টুর্নামেন্ট। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক দিক থেকেও হয়ে উঠেছে এক একটি ব্র্যান্ড। ২০২৪ সালের আইপিএল অর্থমূল্যের বিচারে আগের সমস্ত আইপিএলকে ছাপিয়ে গিয়েছে। ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মোট রেভেনিউ হয়েছে প্রায় ৬ হাজার ৭৯৭ কোটি টাকা। যা ২০২৩ সালে ছিল প্রায় ৩ হাজার ৮২ কোটি টাকার মতো। এক বছরে রেভেনিউ দ্বিগুন হয়ে গিয়েছে। শুধু জনপ্রিয়তা নয়, ব্যবসায়িক কৌশলের জন্য আইপিএলের রেভেনিউ চড়চড় করে বেড়েছে এক বছরে। কীভাবে অসম্ভবকে সম্ভব করা হল? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন