AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হেলিকপ্টারে সহজে ঘুরে আসুন কেদারনাথ, IRCTC-র মাধ্যমে করা যাবে বুক

IRCTC Kedarnath helicopter booking: আপনারও কি কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছে? কিন্তু, কষ্টসাধ্য যাত্রাপথের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনাকে বলি, হেলিকপ্টারেই সরাসরি কেদারনাথে পৌঁছে যেতে পারেন।

হেলিকপ্টারে সহজে ঘুরে আসুন কেদারনাথ, IRCTC-র মাধ্যমে করা যাবে বুক
হেলিকপ্টারেই সরাসরি কেদারনাথে পৌঁছে যেতে পারেন
| Edited By: | Updated on: May 30, 2023 | 7:48 AM
Share

নয়া দিল্লি: কেদারনাথের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দর্শনার্থীদের ভিড়। এর জন্য সাধারণত কয়েক মাস আগে থেকেই বুকিং শুরু হয়ে যায়। প্রতি বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে লক্ষাধিক ভক্ত কেদারনাথ দর্শনে আসেন। আপনারও কি কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছে? কিন্তু, কষ্টসাধ্য যাত্রাপথের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনাকে বলি, হেলিকপ্টারেই সরাসরি কেদারনাথে পৌঁছে যেতে পারেন। সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা চালু করেছে আইআরসিটিসি (IRCTC Kedarnath helicopter booking)। আসুন জেনে নেওয়া যাক কীভাবে, কোথা থেকে আপনি এই পরিষেবা বুক করতে পারবেন –

বুক করুন এইভাবে

  • প্রথমে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • তারপর এখান থেকে http://heliyatra.irctc.co.in-এ যান
  • চারধাম যাত্রার জন্য আপনার নাম নিবন্ধন করুন
  • হেলিকপ্টারের সুবিধা পেতে, আপনার নাম নিবন্ধন করা বাধ্যতামূলক
  • ভ্রমণের অন্তত ৬ দিন আগে আপনাকে হেলিকপ্টার বুক করতে হবে
  • পোর্টালটি প্রতিদিন দুপুর ১২টায় খোলা হয়। পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে বুকিং করার চেষ্টা করুন
  • গুপ্তকাশী থেকে কেদারনাথ ধাম পর্যন্ত হেলিকপ্টার যাত্রার জন্য আপনাকে মাথা প্রতি ৭,৭৪৪ টাকা দিতে হবে
  • যদি ফাটা থেকে কেদারনাথ হেলিকপ্টার যাত্রার জন্য মাথা প্রতি দিতে হবে ৫,৫০০ টাকা
  • সর্সী থেকে কেদারনাথ জন্য হেলিকপ্টার যাত্রার খরচ মাথা প্রতি ৫,৪৮৯ টাকা
  • এই ভাড়ার মধ্যে যাতায়াত-সহ সবকিছুর খরচ ধরা থাকে

অনেক সময় খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথের হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে পোর্টালে বার বার চেক করতে থাকুন, দেখুন কী পরিস্থিতি। এর পাশাপাশি কেদারনাথের হেলিকপ্টার ভ্রমণের জন্য অনেক ভুয়ো ওয়েবসাইট রয়েছে। এই ধরনের ভুয়ো সাইট থেকে বুকিং করলে কিন্তু পস্তাতে হবে। তাই সাবধানে থাকুন।