UTS অ্যাপে টিকিট কাটেন? এই নিয়ম সম্পর্কে জেনে রাখুন তবে, লাভ আপনারই
Indian Railways: দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিং করার জন্য যেমন ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসি-র অ্যাপ রয়েছে, তেমনই লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে টিকিট বুকিংয়ে ব্যবহার করা হয় আনরিজার্ভড টিকিটিং সিস্টেম বা ইউটিএস।

নয়া দিল্লি: কাছেপিঠেই যেতে হোক বা দূরে কোথাও, অনেকেরই ভরসা রেল। বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রেলের পরিষেবাও উন্নত হয়েছে। বদলেছে টিকিট বুকিংয়ের নিয়ম। এখন আর স্টেশনে টিকিট কাউন্টারে লাইন দিতে হয় না, অনলাইনেই কাটা যায় টিকিট।
দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিং করার জন্য যেমন ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসি-র অ্যাপ রয়েছে, তেমনই লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে টিকিট বুকিংয়ে ব্যবহার করা হয় আনরিজার্ভড টিকিটিং সিস্টেম বা ইউটিএস। এই অ্যাপের মাধ্যমে অনলাইনেই টিকিট বুক করা যায় লোকাল ট্রেনের। টিকিট বুক করার পদ্ধতি অনেকের জানা থাকলেও, টিকিট ক্য়ানসেল কীভাবে করতে হয়, জানেন কী?
ইউটিএস অ্যাপের মাধ্যমে স্টেশন থেকে ২০০ কিলোমিটারের মধ্যে টিকিট বুক করা যায়। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এই টিকিট কাটা যায়। সম্প্রতিই রেল মন্ত্রক ইউটিএস-এ টিকিট কাটার ক্ষেত্রে সমস্ত পরিষেবা চার্জ মকুব করেছে।
কীভাবে ইউটিএস অ্যাপ থেকে টিকিট বাতিল করবেন?
- প্রথমেই ইউটিএস (UTS) অ্যাপে যান। তারপর লগ ইন করুন।
- এবার টিকিট ক্যানসেল অপশনে ক্লিক করুন।
- নতুন একটি পেজ খুলে যাবে। এবার সমস্ত টিকিট দেখাবে, যা বাতিল করা যাবে। টিকিট বাতিলের ক্ষেত্রে ৩০ টাকা চার্জ নেওয়া হয়। তবে ৩০ টাকার কম মূল্যের টিকিট হলে, তা উইন্ডোয় দেখাবে না।
- এবার ক্যানসেল অপশনে ক্লিক করলেই টিকিট ক্যানসেল হয়ে যাবে।
- কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি পপ-আপ ফ্ল্যাশ মেসেজ আসবে। সেখানে টিকিট বাতিলের জন্য চার্জ এবং বাকি ফেরতযোগ্য অর্থ দেখাবে।
