
নয়া দিল্লি: কাছেপিঠেই যেতে হোক বা দূরে কোথাও, অনেকেরই ভরসা রেল। বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রেলের পরিষেবাও উন্নত হয়েছে। বদলেছে টিকিট বুকিংয়ের নিয়ম। এখন আর স্টেশনে টিকিট কাউন্টারে লাইন দিতে হয় না, অনলাইনেই কাটা যায় টিকিট।
দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিং করার জন্য যেমন ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসি-র অ্যাপ রয়েছে, তেমনই লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে টিকিট বুকিংয়ে ব্যবহার করা হয় আনরিজার্ভড টিকিটিং সিস্টেম বা ইউটিএস। এই অ্যাপের মাধ্যমে অনলাইনেই টিকিট বুক করা যায় লোকাল ট্রেনের। টিকিট বুক করার পদ্ধতি অনেকের জানা থাকলেও, টিকিট ক্য়ানসেল কীভাবে করতে হয়, জানেন কী?
ইউটিএস অ্যাপের মাধ্যমে স্টেশন থেকে ২০০ কিলোমিটারের মধ্যে টিকিট বুক করা যায়। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এই টিকিট কাটা যায়। সম্প্রতিই রেল মন্ত্রক ইউটিএস-এ টিকিট কাটার ক্ষেত্রে সমস্ত পরিষেবা চার্জ মকুব করেছে।