Aadhar Card Update: বিয়ের পর আধার কার্ডের নাম কী ভাবে পরিবর্তন করবেন? জেনে নিন

Aadhar Update: ঠিক একই রকমভাবে মেয়েদের বিয়ের পর অনেকেই পদবী পরিবর্তন করেন। বিয়ের পর বাকি জীবন স্বামীর পদবীই ব্যবহার করতে হয়

Aadhar Card Update: বিয়ের পর আধার কার্ডের নাম কী ভাবে পরিবর্তন করবেন? জেনে নিন
ছবি: ফাইল চিত্র

| Edited By: অরিজিৎ দে

Apr 20, 2022 | 3:21 PM

নয়া দিল্লি: কোনও সরকারি পরিষেবা হোক বা পরিচয়পত্র, বর্তমান সময়ে আধার কার্ড (Aadhar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ১২ সংখ্যার আধার নম্বর ভীষণই গুরুত্বপূর্ণ। আধার কার্ডে কোনও ব্যক্তির যাবতীয় তথ্য মুদ্রিত থাকে। পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড তৈরির সময়, হাতের ছাপ ও চোখের রেটিনা স্ক্যান করা হয়। তবে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী আধার কার্ডের নাম বা ঠিকানা বদল করার দরকার হয়। অনেকেই কর্মসূত্রে ঠিকানা পরিবর্তন (Address Change) করেন, সেই সময় অন্যতম প্রধান পরিচয়পত্র আধার কার্ডে ঠিকানা বদলে ফেলা প্রয়োজন হয়। ঠিক একই রকমভাবে মেয়েদের বিয়ের পর অনেকেই পদবী পরিবর্তন করেন। বিয়ের পর বাকি জীবন স্বামীর পদবীই ব্যবহার করতে হয়, সেই সময়ে আধার কার্ডে নামের পাশে থাকা পদবী পরিবর্তন করা একান্ত প্রয়োজনীয় হয়। অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না এমন পরিস্থিতি হলে কী ভাবে আধার কার্ডের নাম পরিবর্তন করা যাবে। ধাপে ধাপে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে চললেই আধার কার্ডের পদবী বদলে ফেলা সম্ভব।

অনলাইনে নাম পরিবর্তনের পদ্ধতি

  1. প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের আধার নম্বর ব্যবহার করতে হবে।
  2. এবার নিজের নাম ও পদবী ব্যবহার করতে হবে।
  3. নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত স্ক্যানড কপি আপলোড করতে হবে
  4. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে নাম পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।
  5. বিয়ের পর সেল্ফ সার্ভিস পোর্টালের মাধ্যমে নাম পরিবর্তনের আবেদন করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

 

অফলাইনে নাম পরিবর্তনের পদ্ধতি

  1. প্রথমেই আবেদনকারীকে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
  2. নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। জেরক্স কপি চলবে না।
  3. নাম পরিবর্তনের জন্য আবেদন ফি হিসেবে ৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন Japan Fast Food: বিজ্ঞাপনী কৌশলের গেরো! মুচমুচে খাবারে ভার্জিনদের আসক্ত করতে গিয়ে চাকরি খোয়ালেন ফাস্ট ফুড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর