AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital Voter Identity Card: ভোটার কার্ডও এখন ডিজিটাল! কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন…

e-EPIC: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সব পরিষেবা যেমন ডিজিটাল হচ্ছে, ঠিক তেমনভাবেই ভারতের নির্বাচন কমিশনের তরফেও ডিজিটাল ভোটার কার্ড অথবা ই-এপিক চালু করা হয়েছে।

Digital Voter Identity Card: ভোটার কার্ডও এখন ডিজিটাল! কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন...
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 4:52 PM
Share

কলকাতা: নিয়ম অনুযায়ী প্রাপ্ত বয়স্ক সকলকেই আমাদের দেশের সংবিধান ভোটাধিকার দিয়েছে। ভোটাধিকার সুরক্ষিত করতে দেশের সংবিধান সকলকেই ভোটার কার্ড দিয়েছে। তবে ভোটার কার্ড যে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করার কাজেই ব্যবহার করা হয় এমনটা নয়, পরিচয়পত্র হিসেবে ভোটাধিকার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সব পরিষেবা যেমন ডিজিটাল হচ্ছে, ঠিক তেমনভাবেই ভারতের নির্বাচন কমিশনের তরফেও ডিজিটাল ভোটার কার্ড অথবা ই-এপিক চালু করা হয়েছে। এই ইলেকট্রনিক ভোটার কার্ড ভোটার কার্ডের পিডিএফের তুলনায় অনেকটা বেশি নিরাপদ। সহজেই আপনার মোবাইল ফোন, কম্পিউটার, বা ল্যাপটপে এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করা সম্ভব হবে।

কী ভাবে ডাউনলোড করবেন ভোটার কার্ড?

  1. https://nvsp.in ওয়েবসাইটে গিয়ে ই-এপিক ডাউনলোড করতে পারবেন।
  2. এর জন্য প্রথমেই NVSP ওয়েবসাইটে রেজিস্টার বা লগ ইন করতে হবে।
  3. এবার নিজের ভোটার আইডি কার্ডে থাকা নম্বর দিন।
  4. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে।
  5. এবার আপনি Download e-EPIC- এ ক্লিক করলেই আপনার মোবাইল বা ল্যাপটপে ই-আধার ডাউনলোড হয়ে যাবে।
  6. ই-এপিক আপনার ফোনে থাকলে আপনি খুব সহজেই তা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে ভোট দিতে যাওয়ার সময় ই-এপিক প্রিন্ট করে নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।