AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Registration Certificate: সাধের গাড়ির RC এখনও ডাউনলোড করেননি? রইল সহজ উপায়

RC Download: এই পোর্টাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে গাড়ি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য থাকে।

Registration Certificate: সাধের গাড়ির RC এখনও ডাউনলোড করেননি? রইল সহজ উপায়
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Jun 29, 2022 | 9:00 AM
Share

দু’চাকা হোক অথবা চারচাকা, রাস্তায় সাধের গাড়ি চালাতে হলে সঙ্গে সঙ্গে রাখতে হয় বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র। লাইসেন্স, ইনসিওরেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসির মত নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক গাড়ি মালিকদের সুবিধার জন্য বাহন ই-সার্ভিস পরিষেবা চালু করেছে। এই পোর্টাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে গাড়ি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য থাকে। বাইন ই পোর্টালের মাধ্যমে সহজেই আরসি ডাউনলোড করা যাবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস জানা প্রয়োজন। ১. গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ২. গাড়ির চেসিস নম্বর, ৩. গাড়ির ইঞ্জিনের নম্বর। কীভাবে ডাউনলোড করবেন নিজের আরসি সার্টিফিকেট, এক নজরে দেখে নিন…

  1. প্রথমেই আপনাকে বাহন-ই সার্ভিসের ওয়েবসাইট parivahan.gov.in -এ চলে যেতে হবে।
  2. অনলাইন সার্ভিস ট্যাবের নিচে থাকা ‘Vehicle Related Services’-এ ক্লিক করতে হবে।
  3. এবার কোন রাজ্যে গাড়িটি নথিভুক্ত তালিকা থেকে তা বেছে নিতে হবে।
  4. এবার ওই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এবার নিজের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ‘State RTO’ অপশন বেছে নিতে হবে।
  5. এবার Download Document ট্যাবের নিচে গিয়ে RC print অপশনে ক্লিক করতে হবে।
  6. এবার গাড়ির যাবতীয় তথ্য এন্টার করতে হবে। তারপরই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। এবার ওটিপি দাখিল করে আপনি আরসির পিডিএফ ভার্সন ডাউনলোড করতে পারবেন।
  7. এই উপায় ছাড়াও Digilocker-র ওয়েবসাইট অথবা অ্যাপ থেকেও আরসি ডাউনলোড করা নেওয়া সম্ভব।