কলকাতা: হাতে রয়েছে মাত্র আর ২ দিন। তার মধ্যে প্যান কার্ডের (Pan card) সঙ্গে আধার কার্ডের (Aadhar card) সংযোগ না করলে প্রচণ্ড সমস্যায় পড়তে হবে আপনাকে। কারণ, একাধিকবার এই সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করলেও, পরে সকলের কথা মাথায় রেখে সেই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে।
কিন্তু যদি ৩১ মার্চের মধ্যে আপনি এই সংযুক্তিকরণ প্রক্রিয়া না করেন, তাহলে কী হবে। প্রথমত, আপনার প্যান কার্ড কার্যত আর কোনও কাজ করবে না। পাশাপাশি, আপনাকে এই সংযুক্তিকরণ না করার জন্য ১০ হাজার টাকা ন্যূনতম জরিমানা করা হবে।
এছাড়াও, বর্তমানে যে কোনও লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক। সেই কারণে এই প্যান কার্ড অকেজো হয়ে গেলে কোনও ধরনের নেলনদেনও করতে পারবেন না আপনি। ফলে ১ এপ্রিল থেকে কার্যত আপনাকে সবকিছু বন্ধ করে দিতে হবে। তাই আর দেরি না করে, যদি এখনও প্যান ও আধার কার্ড সংযোগ না করান, তাহলে তা দ্রুতই করে নিন। কারণ, তা না করলে আর মাত্র ২ দিন বাদেই অচল হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। এবার জেনে নিন এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
যে কেউ নিজেই প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ করতে পারেন। তার জন্য https://www.incometaxindiaefiling.gov.in/ লিঙ্কে গিয়ে নিজের প্যান ও আধার কার্ডের নম্বর দিয়ে কয়েক মিনিটেই কাজটি করে নিতে পারেন। এসএমএসের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর ১১১১২২২২৩৩৩৩ ও আপনার প্যান নম্বর AAAPA৯৯৯৯Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN ১১১১২২২২৩৩৩৩ AAAPA৯৯৯৯Q। তবে এই প্রক্রিয়ায় আধার ও প্যান তখনই সংযুক্ত হবে যদি আপনার নাম ও জন্ম তারিখ দুটি নথিতেই একই থাকে। যদি দুটি নথিতে নাম ও জন্ম তারিখ আলাদা হয় তাহলে এই প্রক্রিয়ায় আধার ও প্যান সংযোগ সম্ভব নয়।
যদি আপনার প্যান ও আধার ৩১ মার্চের মধ্যে সংযোগ না করেন, তাহলে ১ এপ্রিল, ২০২১ থেকে প্যান কার্ড অচল হয়ে যাবে। এতে যেমন আয়কর দাখিল করা যাবে না, তেমনই আয়কর আইনের ২৭২বি ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও, প্যান কার্ড অচল হয়ে গেলে কোনওরকম আর্থিক লেনদেন করতে পারবেন না।
বিশেষজ্ঞরা মনে করছেন এই সংযুক্তিকরণের সময়সীমা আর বাড়বে না। কারণ ইতিমধ্যেই কেন্দ্র প্রায় পাঁচ দফায় এই সময়সীমা বাড়িয়েছে। ফলে ফের এই সময়সীমা বৃদ্ধির কোনও পরিকল্পনা এখনই সরকারের নেই।
আপনি যদি ইতিমধ্যেই প্যান ও আধার সংযুক্তিকরণ করে থাকেন, তাহলে তাহলে এখনই https://www1.incometaxindiaefiling.gov.in/eFilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng এই লিঙ্কে গিয়ে নিজের বিস্তারিত তথ্য দিয়ে দেখে নিতে পারেন। কারণ, এখনও সংযুক্তিকরণ না হলে আপনার হাতে রয়েছে আর ২ দিন, তারপরই শাস্তির খাঁড়া নামতে পারে আপনার উপর।
আরও পড়ুন: ৬ মাসে সোনার দাম কমেছে ১১,৫০০ টাকা, আগামীতে আরও পতনের আশঙ্কা