Sundar Pichai: খড়গপুরে শুরু প্রেম, অঞ্জলির কথা শুনেই আজ গুগলের শীর্ষপদে সুন্দর
Sundar Pichai: যদিও অঞ্জলি জীবনে আসার পর বরাবরই সুন্দরের জীবনে নতুন নতুন বদল এসেছে। জীবন হয়ে উঠেছে আরও সুন্দর, এমনই মনে করেন সুন্দর।
কলকাতা: করোনা পরবর্তী সময় যখন একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে দফায় দফায় কর্মী ছাঁটাই হয়েছে সেখানে অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) বাড়তি ১৮৫৪ কোটি টাকা উপার্জন করেছেন বলে জানা গিয়েছে। গুগল প্রধানের এই পাহাড়প্রমাণ উপার্জন নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে নানা ক্ষেত্রে। শুধু তাই নয়, তাঁর সাফল্যের গল্প সর্বদাই অনুপ্রেরণা জোগায় সাধারণ মানুষকে। তবে ব্যবসা-বাণিজ্যেই যে তিনি শুধু পারদর্শী এমনটা নয়। তাঁর প্রেমজীবনও হার মানাবে বহু সিনেমার চিত্রনাট্যকে। বিয়ের আগে তাঁর বর্তমান স্ত্রী অঞ্চলি পিচাইয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন সুন্দর। এমনকী অঞ্জলি তাঁর জীবনে আসার পর থেকেই বারবারই তিনি ছুঁয়েছেন সাফল্যের নতুন নতুন শিখর।
সুন্দর কলেজে। সেখানেই দেখা অঞ্চলির সঙ্গে। পরিচয় থেকে পরিণয়, যাত্রটা অনেক লম্বা হলেও জীবনের ওঠানামা সর্বদাই থেকেছেন একে অপরের পাশে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়গপুরে তখন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন সুন্দর। অঞ্জলি পিচাইও পড়ছিলেন একই ব্যাচে। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, তারপর প্রেম। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা না গেলেও কিছুদিন আগে এক ইন্টারভিউয়ে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুলেছিলেন সুন্দর।
খড়গপুরেই শুরু প্রেম
বলেছিলেন, “খড়গপুর আইআইটি-তে আমি প্রথম অঞ্চলিকে দেখি। ও আমার ক্লাসমেট ছিল। ও মেয়েদের হস্টেলে থাকত। কিন্তু, তখনও এইভাবে ফোনের বহুল ব্যবহার শুরু হয়নি। অঞ্চলিকে দেখতে চাইলে হস্টেলের কাছে গিয়ে কাউকে খবর দিতে হত। তাঁরা ভিতরে গিয়ে চিৎকার করে বলত অঞ্জলি, সুন্দর এসেছে। আমি যে এসেছি ততক্ষণে তা গোটা হস্টেল জেনে যেত।” কলেজ জীবন শেষে কাজের খোঁজে ভারত ছেড়ে আমেরিকার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন সুন্দর। সেই সময় বিয়ে তো দূর, প্রায় ৬ মাসের জন্য দুজনের কথা বন্ধ হয়ে যায়। যদিও প্রেম তাঁদের ফের কাছাকাছি এনে দেয়। কিছুদিন পর অঞ্জলিও চলে যান আমেরিকায়। পরবর্তীতে সেখানেই তাঁদের বিয়ে হয়। এখন তাঁদের জীবন জুড়ে রয়েছে তাঁদের দুই সন্তান কাব্য ও কিরণ।
অঞ্জলির কথায় বদলেছে জীবন
যদিও অঞ্জলি জীবনে আসার পর বরাবরই সুন্দরের জীবনে নতুন নতুন বদল এসেছে। জীবন হয়ে উঠেছে আরও সুন্দর, এমনই মনে করেন সুন্দর। অঞ্জলি জীবনে আসার পরেই মাইক্রোসফটের সিইও ছাড়াও টুইটার, ইয়াহুতে বড় পদে চাকরির অফার পান তিনি। কিন্তু, অঞ্জলির কথা তিনি সর্বদাই শুনতেন। তাঁর পরামর্শ মেনেই তিনি পরবর্তীতে গুগল জয়েন করেন। এখন সেই সংস্থার শীর্ষপদে রয়েছেন তিনি।