AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম সুদের হারে Loan দিচ্ছে এই সব Bank, আবেদন করবেন নাকি এক্ষুনি?

Loan Interest Rate: একেবারে কম সুদের হারে লোন দেবে এই সব ব্যাঙ্ক। সহায় হবে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের জন্য।

কম সুদের হারে Loan দিচ্ছে এই সব Bank, আবেদন করবেন নাকি এক্ষুনি?
Image Credit: tommy/DigitalVision Vectors/Getty Images
| Updated on: Jun 03, 2025 | 6:14 PM
Share

উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সের জন্য অনেকক্ষেত্রে অনেক টাকা ফি দিতে হয়। আবার অনেকে বিদেশে পড়াশোনা করতে গেলে সেখানেও অনেক টাকা খরচ হতে পারে। আর এখানে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের সহায় হয় শিক্ষা ঋণ বা এডুকেশন লোন।

আইসিআইসিআই ব্যাঙ্ক

আইসিআইসিআই ব্যাঙ্কে স্নাতক স্তরের পড়াশোনার জন্য শিক্ষা ঋণ নিলে তার জন্য ৯.৭৫ শতাংশ হারে সুদ দিতে হয়। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সুদের হার মিনিমাম ১০.২৫ শতাংশ থেকে ১১.২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক

পলিসিবাজারের তথ্য অনুযায়ী বার্ষিক ৮ শতাংশ সুদের হারে এডুকেশন লোন পাওয়া যায় ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে। তবে তাদের স্কিল লোনের সুদের হার ৯.৫৫ শতাংশ। স্টুডেন্ট লোনের সুদের হার ১০.০৫ শতাংশ। অন্যদিকে, স্কলার লোনের ক্ষেত্রে সুদের হার ৮.৯৫ থেকে ৯.২৫ শতাংশ।

ব্যাঙ্ক অফ বরোদা

ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইট অনুযায়ী সেখানে বার্ষিক ৭.৬৫ শতাংশ থেকে ১১.৪০ শতাংশ সুদের হারে এডুকেশন লোন পাওয়া যায়। যদিও বিদেশে পড়তে গেলে সুদের হার ১৩.২৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বনিম্ন ৮.৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত সুদের হারে এডুকেশন লোন দেয়। তবে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদা সুদের হার অফার করে।

উপরের সমস্ত তথ্য ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরি। আর যে কোনও ধরণের ঋণেই ঝুঁকি রয়েছে। ফলে, ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর ঋণ নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন। কোনও ধরণের আর্থিক ক্ষতির জন্য TV9 বাংলা দায়ী থাকবে না।