Interest Rates on FD: ভবিষ্যতের জন্য স্থায়ী আমানত করতে চান, এই বেসরকারি ব্যাঙ্কে মিলছে আকর্ষণীয় সুদ
Interest Rates on ICICI Bank FD: স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০ মে থেকেই কার্যকর হয়েছে এই নয়া হারে স্থায়ী আমানত। ব্যাঙ্কটি এখন ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে ৪.৭৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
শুক্রবার স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তারপর শনিবার নিজেদের স্থায়ী আমানতে সুদের হার পুনর্বিবেচনা করল দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই। ২ কোটি টাকার কম ও বেশি সব আমানতেই সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। ব্যাঙ্কটি এখন ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে ৪.৭৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এক বছর থেকে ১৫ মাসের মধ্যে স্থায়ী আমানতে এখন সর্বোচ্চ রিটার্ন ৭.২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ২০ মে থেকেই এই নয়া হার কার্যকর হবে।
আইসিআইসিআই ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার:
৭ দিন থেকে ২৯ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ
৩০ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৫০ শতাংশ সুদ
৪৬ দিন থেকে ৬০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৭৫ শতাংশ সুদ
৬১ দিন থেকে ৯০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৬ শতাংশ সুদ
৯১ দিন থেকে ১৮৪ দিন পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ
১৮৫ দিন থেকে ২৭০ দিন পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৬৫ শতাংশ
২৭১ দিন থেকে ১ বছরের কম সময় পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ
১ বছর থেকে ১৫ মাস পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ
১৫ মাস থেকে ২ বছর পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭ শতাংশ
২ বছর ১ দিন থেকে ১০ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ