Fixed Deposits: গ্রাহকদের জন্য নয়া FD স্কিম নিয়ে এল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কতটা লাভ হল আপনার?
Fixed Deposits: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল IDBI ব্যাঙ্ক। এর পাশাপাশি নয়া স্কিমও নিয়ে এল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল আইডিবিআই (IDBI Bank)। ১ এপ্রিল থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। এদিকে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি তাদের গ্রাহকদের জন্য একটি নয়া স্কিমও নিয়ে এসেছে। অমৃত মহোৎসব এফডি স্কিম। এই স্কিমের আওতায় সাধারণ নাগরিকরা পাবেন ৭.১৫ শতাংশ সুদের হার। আর প্রবীণ নাগরিকরা পাবেন .৫০ শতাংশ বেশি সুদ। অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই স্কিমের আওতায় ৭.৬৫ শতাংশ সুদ পাবেন।
IDBI ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকদের ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে। এই একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা পান ৩.৫০ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটের মেয়াদের উপরে IDBI-র সুদের হার:
৭ থেকে ৩০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৩.৫০ শতাংশ
৩১ থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩.৩৫ শতাংশ সুদ দেওয়া হবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৩.৮৫ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪.২৫ শতাংশ সুদ দেওয়া হবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৪.৭৫ শতাংশ
৯১ দিন থেকে ৬ মাস- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৫.২৫ শতাংশ
৬ মাস ১ দিন থেকে ১ বছর- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৫০ শতাংশ হার সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৬ শতাংশ
১ বছর থেকে ২ বছর- সাধারণ গ্রাহককদের জন্য ৬.৭৫ শতাংশ হারে সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.২৫ শতাংশ
২ বছর থেকে ৩ বছর- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ সুদের হার দেওয়া হবে।
৩ বছর থেকে ১০ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৬.৭৫ শতাংশ