Iran যদি Strait of Hormuz বন্ধ করে দেয়, কতটা চাপে পড়বে ভারত?
Strait of Hormuz: হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়তে পারে ভারতও। কিন্তু কেন? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কী কী ক্ষতি হতে পারে ভারতের?

এতদিন ট্রাম্পের পারস্পরিক শুল্কের কারণে ধাক্কা খাচ্ছিল বিশ্ব বাণিজ্য। আর এবার ইরানে আমেরিকার হামলার পর গোটা বিশ্বের বিনিয়োগকারীরা এটা ভেবেই আতঙ্কে রয়েছে যে এর পর বাজারের আর কী ক্ষতি হতে পারে। আমেরিকার এই আক্রমণের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর তেমন হলে ক্ষতির মুখে পড়বে সেই সব দেশ যারা ইরাক, সংযুক্ত আরম আমিরশাহি বা কুয়েত থেকে তেল কেনে।
তেলের বিষয়ে ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর সেভাবে নির্ভরশীল হলেও হাতে রাশিয়ার তেলের একটি বিকল্প থাকায় কিছুটা আত্মবিশ্বাসী নয়া দিল্লি। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়তে পারে ভারতও। কিন্তু কেন? কারণ, ভারত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক, ইজরায়েল, জর্ডন, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের মধ্যে প্রায় ৪১.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য চলে।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কী কী ক্ষতি হতে পারে ভারতের? ভারতের আমদানি খরচ বাড়তে পারে। ফলে বাড়তে পারে মুদ্রাস্ফীতি। ফলে অর্থনীতিতে কিছুটা প্রভাব দেখা যেতে পারে। আর সঙ্গে প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও।
তবে হরমুজ প্রণালী ছেড়ে লোহিত সাগরে ঢোকার মুখে রয়েছে বাব-এল-মান্দের প্রণালী। এই পথ দিয়ে ইউরোপ, আমেরিকা ও উত্তর আফ্রিকার সঙ্গে বাণিজ্য করে ভারত।





