Pan Card Application Online: আধার কার্ড থাকলে অনলাইনেই পাবেন প্যান কার্ড, আবেদন করবে কীভাবে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 28, 2022 | 7:32 PM

Online Application: যেসমস্ত ব্যক্তির আধার কার্ড আছে তারা সহজেই অনলাইনে আবেদন করে ই-প্যান পেতে পারেন। তবে মনে রাখতে হবে যাদের প্যান কার্ড নেই শুধুমাত্র তারাই ই-প্যানের জন্য আবেদন করতে পারেবন।

Pan Card Application Online: আধার কার্ড থাকলে অনলাইনেই পাবেন প্যান কার্ড, আবেদন করবে কীভাবে জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আয়কর জমা দেওয়া হোক বা ব্যাঙ্কের আকাউন্ট খোলা হোক প্যান কার্ড থাকা সেখানে বাধ্যতামূলক। প্যানকার্ড জন্মের প্রমাণপত্র এবং পরিচয় পত্র হিসেবও ব্যবহার করা হয়। অনেকেই বিভিন্ন ব্যক্তিকে দিয়ে প্যান কার্ড করিয়ে থাকেন, সেক্ষেতে বাড়তি গ্যাটের কড়ি খসার সম্ভাবনা থাকে। কিন্তু অনেকই জানেন না আধার কার্ড থাকলেই খুব সহজেই অনলাইনে আবেদন করে প্যান কার্ড পাওয়া যায়। এর জন্য ভারতের আয়কর বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট incometaxindia.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। যেসমস্ত ব্যক্তির আধার কার্ড আছে তারা সহজেই অনলাইনে আবেদন করে ই-প্যান পেতে পারেন। তবে মনে রাখতে হবে যাদের প্যান কার্ড নেই শুধুমাত্র তারাই ই-প্যানের জন্য আবেদন করতে পারেবন।

কীভাবে ই-প্যানের জন্য আবেদন করবেন?

১. প্রথমেই আপনাকে incometaxindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২. সেখানে গিয়ে কুইক লিঙ্ক অপশন থেকে ‘ইনস্ট্যান্ট প্যান’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে।

৩. এরপর নিজের আধার নম্বর দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে।

৪. এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এবার সেই ওটিপি বসিয়ে কন্টিনিউ করতে হবে।

৫. এরপর আরও একবার ওটিপি দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে।

৬. এবার নিজের ইমেল আইডি যাচাই করে নিতে হবে।

৭. আধাররে তথ্য দেওয়ার পরই আবেদনকারীকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। আধার নম্বর দিয়ে আপনি প্যান তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেবন। এরপর চেক স্ট্যাটাস / ডাউনলোডে ক্লিক করতে হবে। আরও একবার আধার নম্বর দিয়ে সাবমিট করলেই আবার আরও একটি ওটিপি আসবে।

৮. এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঠিক ১০ মিনিটের মধ্যে আপনার ই-প্যানের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন Russia-Ukraine Conflict: যুদ্ধংদেহী! গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে বন্দুক হাতে লাস্যময়ী, কে এই আনাসতাসিয়া লেনা?

Next Article