Income Tax Calculation: ১২ লক্ষ টাকার উপরে আয় হলে কত টাকা আয়কর দিতে হবে, হিসাবটা বুঝে নিন

Union Budget 2025: আয়করের নতুন ঘোষণা অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। যদি কারোর বেতন ১২ লক্ষ ১০০ টাকা হয়, তবে তিনি আয়করের আওতায় পড়বেন।

Income Tax Calculation: ১২ লক্ষ টাকার উপরে আয় হলে কত টাকা আয়কর দিতে হবে, হিসাবটা বুঝে নিন
ফাইল চিত্র।Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

|

Feb 01, 2025 | 1:10 PM

নয়া দিল্লি: আয়করে বড় ছাড়ের ঘোষণা কেন্দ্রের। বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর যাদের ১২ লক্ষ টাকার উপরে আয়? তারা কত টাকা আয়কর দেবেন?  নতুন কর কাঠামোয় আয়করের হিসাবটা বুঝে নিন-

আয়করের নতুন ঘোষণা অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। যদি কারোর বেতন ১২ লক্ষ ১০০ টাকা হয়, তবে তিনি আয়করের আওতায় পড়বেন। এক্ষেত্রে করের হিসাব হবে-

০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে  হবে না।

৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হবে। অর্থাৎ ৪ লক্ষ টাকায় ২০ হাজার টাকা আয়কর দিতে হবে এই স্ল্য়াবে।

৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হবে। অর্থাৎ ৪ লক্ষ টাকায় ৪০ হাজার টাকা আয়কর দিতে হবে আয়করের এই স্ল্যাবে।

১০০ টাকা পড়বে তৃতীয় কর স্ল্য়াবে, যেখানে করের হার ১৫ শতাংশ। অর্থাৎ আপনাকে ১০০ টাকায় ১৫ শতাংশ কর দিতে হবে, যা ১৫ টাকায় দাঁড়ায়।

সবমিলিয়ে মোট ৬০ হাজার ১৫ টাকা আয়কর দিতে হবে। তবে এরপরেও রয়েছে ৭৫ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন। ১২ লক্ষ টাকা ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে করস্বস্তি মিলবে চাকরিজীবীদের।