AIS For Taxpayers: আরও সহজ হল আয়কর জমা দেওয়ার পদ্ধতি, মোবাইল অ্যাপে এক ক্লিকেই হবে সমস্ত কাজ
AIS For Taxpayers: আয়কর বিভাগের তরফে অফিসিয়াল বিবৃতি জারি করে বলা হয়েছে, নতুন আইএএস অ্যাপের মাধ্যমে আয়করদাতারা তাদের টিডিএস, টিসিএস, সুদের হার, ডিভিডেন্ট, শেয়ারের লেনদেন, আয়কর পেমেন্ট ও আয়কর রিফান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এক অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে পাবেন।
নয়া দিল্লি: হাতে মাত্র আর কটা দিন। ৩১ মার্চের আগেই জমা দিতে হবে আয়কর। বার্ষিক আয়ের উপরে ভিত্তি করেই আয়করের হিসাব করা হয়। তবে আয়করের হিসাব অনেকেই বুঝতে পারেন না। গ্রাহকদের এই সমস্যার কথা মাথায় রেখেই আয়কর (Income Tax) জমা দেওয়ার পদ্ধতি আরও সহজ করা হল। আয়কর দফতরের তরফে আনা হল নতুন একটি মোবাইল অ্য়াপ, যার মাধ্য়মে সহজেই আয়কর জমা দেওয়া যাবে। ‘এআইএস ফর ট্যাক্সপেয়ার্স’ (AIS For Taxpayers) নামক এই অ্য়াপ্লিকেশনে করদাতারা বার্ষিক স্টেটমেন্ট দেখতে পাবেন। টিডিএস (TDS) ও টিসিএস (TCS) সংক্রান্ত যাবতীয় তথ্যও জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এরফলে আয়কর রিটার্ন জমা দেওয়া আরও সহজ হবে।
আয়কর বিভাগের তরফে অফিসিয়াল বিবৃতি জারি করে বলা হয়েছে, নতুন আইএএস অ্যাপের মাধ্যমে আয়করদাতারা তাদের টিডিএস, টিসিএস, সুদের হার, ডিভিডেন্ট, শেয়ারের লেনদেন, আয়কর পেমেন্ট ও আয়কর রিফান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এক অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখতে পাবেন। পাশাপাশি এই অ্য়াপের ব্যবহারকারীরা জিএসটির তথ্যও জানতে পারবেন। এই অ্যাপে যে তথ্যগুলি দেখানো হচ্ছে, তার ভিত্তিতে ব্যবহারকারীরা নিজেদের মতামত ফিডব্যাক হিসাবে জানাতে পারবেন। গুগল প্লে ও অ্য়াপ স্টোর থেকে এই অ্য়াপ্লিকেশন বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন এআইএস অ্যাপ?
প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।
এরপরে অ্যাপ খুলে প্রথমেই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
এরপরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্য়ান নম্বর নির্দিষ্ট অংশে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর ও ইমেইলে একটি ওটিপি আসবে। ওটিপি বসিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
আপনার অ্য়াকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনাকে ৪ ডিজিটের এম-পিন সেট করতে হবে।
এবার আপনি এই অ্য়াপ অ্য়াক্সেস করতে পারবেন।