
নয়া দিল্লি: বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না, ঘোষণা অর্থমন্ত্রীর। এর উপরে আবার রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেখানে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। অর্থাৎ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের এবার থেকে কোনও আয়কর দিতে হবে না। এর উপরে যদি বার্ষিক আয় হয়, তবে কর দিতে হবে। নতুন এই আয়করের হিসাবে আপনার কত টাকা সাশ্রয় হবে জানেন?
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় পাওয়া যাচ্ছে। এতে ১২ লক্ষ টাকার উপরে ৮০ হাজার টাকা কর সাশ্রয় হবে।
যে ব্যক্তির আয় ১৮ লক্ষ টাকা, তার ৭০ হাজার টাকা সাশ্রয় হবে।
যার ২৫ লক্ষ টাকা আয়, তিনি ১ লক্ষ ১০ হাজার টাকা সাশ্রয় করবেন আয়করে।
যদি কারোর ১৮ লক্ষ টাকা আয় হয়, তবে গত বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের আয়করের হিসাবে কর দিতে হত এভাবে-
০ – ৩ লাখ – শূন্য
৩ থেকে ৭ লাখ– ৫ শতাংশ কর- এই স্ল্যাবে ২০ হাজার টাকা কর দিতে হত।
৭ থেকে ১০ লাখ– ১০ শতাংশ কর- এই স্ল্যাবে ৩০ হাজার টাকা কর দিতে হত।
১০ থেকে ১২ লাখ– ১৫ শতাংশ কর- এই স্ল্যাবে ৩০ হাজার টাকা কর দিতে হত।
১২ থেকে ১৫ লাখ– ২০ শতাংশ কর- এই স্ল্যাবে ৬০ হাজার টাকা কর দিতে হত।
১৮ লাখে– ৩০ শতাংশ কর- এই স্ল্যাবে ৯০ হাজার টাকা টাকা কর দিতে হত।
সব মিলিয়ে ১৮ লক্ষ টাকা আয়ে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা আয়কর দিতে হত।
নতুন কর কাঠামো, যা ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে কার্যকর হচ্ছে, তাতে ১৮ লক্ষ টাকা আয়ে করের হিসাব হবে-
০ থেকে ৪ লাখ– শূন্য
৪ থেকে ৮ লাখ– ৫ শতাংশ কর- এই স্ল্যাবে ২০ হাজার টাকা আয়কর দিতে হবে।
৮ থেকে ১২ লাখ– ১০ শতাংশ কর- এই স্ল্যাবে ৪০ হাজার টাকা আয়কর দিতে হবে।
১২ থেকে ১৬ লাখ– ১৫ শতাংশ কর- এই স্ল্যাবে ৬০ হাজার টাকা আয়কর দিতে হবে।
১৮ লাখে– ২০ শতাংশ কর- এই স্ল্যালে ৪০ হাজার টাকা আয়কর দিতে হবে।
সব মিলিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা আয়কর দিতে হবে।
অর্থাৎ গত বছর যেখানে ১৮ লক্ষ টাকা আয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা কর দিতে হত, সেখানেই এই বছর থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ ৭০ হাজার টাকা সাশ্রয় হবে আয়করে।