
নয়াদিল্লি: সিঁদুরের মর্যাদা রাখায় ‘খুশি’ অর্থমন্ত্রক। দেশের প্রতিরক্ষা খাতে বাড়তে পারে বরাদ্দ। জানা গিয়েছে, প্রতিরক্ষার জন্য ৫০ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। তবে এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি সরকার তরফে। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদন থেকে উঠে এসেছে এই তথ্যটি।
শুক্রবার তারা গোপন সূত্রে জানতে পেরেছে, চলতি বছরে হওয়া পূর্ণাঙ্গ বাজেট নির্ধারিত প্রতিরক্ষা বরাদ্দের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে এই অর্থ। এমনিতেই এই বছর প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে রেকর্ড করেছিল কেন্দ্র। এবার বছরের মাঝামাঝি সময় আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ হলে প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৭ লক্ষ কোটি টাকারও অধিক।
গত অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দের পরিমাণ ছল ৬.২২ লক্ষ কোটি টাকা। যা চলতি বছরে এসে ঠেকেছে ৬.৮১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বরাদ্দ বেড়েছে ৯.২ শতাংশ। ওই প্রতিবেদন তরফে আরও জানা গিয়েছে, এই বাড়তি ৫০ হাজার কোটি টাকার অনুমোদন চাওয়া হবে সংসদের শীতকালীন অধিবেশনে। মূলত, গবেষণা, যুদ্ধ সরঞ্জামের উন্নয়ন, অস্ত্র-গোলাবারুদ কেনার কাজেই বছর শেষে প্রতিরক্ষা খাতে বাড়তি টাকা ঢালবে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, মোদী জমানায় প্রতিরক্ষা খাতে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা সন্দেহাতীত। ২০১৪-১৫ অর্থবর্ষে ২.২৯ লক্ষ কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছিল কেন্দ্র। যা আজ বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে প্রায় ৭ লক্ষ কোটি টাকায়। পরিসংখ্যান বলছে, অন্যান্য মন্ত্রকের তুলনায় প্রতিরক্ষা দফতরে মোট বরাদ্দ ১৩ শতাংশ বেশি।