India-EU Trade Deal: বিদেশি গাড়ি এবার ‘আধা দামে’! ‘মাদার অফ অল ডিল’-এর আগেই গাড়ির দাম কমাবে ভারত?
European Cars, Mother of All Deals: এই খবর যদি সত্যি হয়, তাহলে ফক্সভোগেন (Volkswagen), মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) ও বিএমডব্লিউ (BMW)-র মতো ইউরোপীয় নির্মাতারা অনেক কম খরচে ভারতের বাজারে গাড়ি বিক্রি করতে পারবে। এতে একাধিক সুবিধা পাবে ভারতীয় ক্রেতারা।

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে অবশেষে চূড়ান্ত হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এই মুক্ত বাণিজ্য চুক্তিকে ‘মাদার অফ অল ডিল’ বলে অভিহিত করেছেন। এই চুক্তি অনুযায়ী ইউরোপ থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক কমাতে পারে নয়াদিল্লি। এমনই জানা গিয়েছে সংবাদসংস্থা রয়াটার্স সূত্রে।
সূত্র বলছে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে তৈরি গাড়ির উপর সর্বোচ্চ ১১০ শতাংশ শুল্ক নিয়ে থাকে ভারত। প্রস্তাবিত এই চুক্তি অনুযায়ী শুল্কের সেই হার ধাপে ধাপে নামতে পারে ৪০ শতাংশে। তবে শর্ত একটাই। আমদানি করা সেই গাড়ির দাম হতে হবে ১৬ লক্ষ ৩০ হাজার টাকার বেশি। পরে ধাপে ধাপে এই শল্প আরও কমে ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও করছে কেন্দ্র। যদিও পুরো খবরই মিলেছে সূত্র মারফত।
এই খবর যদি সত্যি হয়, তাহলে ফক্সভোগেন (Volkswagen), মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) ও বিএমডব্লিউ (BMW)-র মতো ইউরোপীয় নির্মাতারা অনেক কম খরচে ভারতের বাজারে গাড়ি বিক্রি করতে পারবে। এতে একাধিক সুবিধা পাবে ভারত। ভারতে বিদেশি গাড়ির দাম কমবে। ফলে, ভারতীয় গাড়ি নির্মাতারাও তাদের গাড়ি ও সার্ভিস আরও ভাল করার দিকে নজর দেবে। ফলে, বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। আর এতে লাভবান হবেন যাঁরা গাড়ি কিনছেন তাঁরাও। এ ছাড়াও বিদেশি গাড়ির দাম কমলে বাড়বে গাড়ির বিক্রিও।
আর গাড়ি নিয়ে এই সিদ্ধান্ত এমন একটা সময় সামনে এল যখন গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের কারণে কিছুটা হলেও টালমাটাল। উল্লেখ্য, এবারের সাধারণতন্ত্র দিবসে ভারতে অতিথি হয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। এ ছাড়াও ২৭ জানুয়ারি মঙ্গলবার তিনি ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্তা বৈঠকও করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সূত্র বলছে, সেই বৈঠকে হয়তো ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সহ একাধিক বিষয় নিয়েও আলোচনা বা ঘোষণা হতে পারে।
