Hooghly: গিয়েছিলেন পিকনিকে, জলজ্যান্ত সেই ছেলেগুলোই এখন ‘শেষ’
Hooghly Death: রবিবার গভীর রাতে হুগলি পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেলের দিকে আসছিলেন ওই দুই যুবক। রাস্তায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দুই আরোহীর। তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ

হুগলি: একে ছুটির সময়, তারপর আবার শীতকাল। ফলে অনেকেই ব্যস্ত পিকনিকে। সেই মতো প্রচুর পর্যটক পিকনিকে যাতায়াত করেন। আর সেই ঘুরতে গিয়ে হুগলিতে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের।
রবিবার গভীর রাতে হুগলি পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেলের দিকে আসছিলেন ওই দুই যুবক। রাস্তায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দুই আরোহীর। তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রোহিত সিং (২৩) ও রাজা প্রসাদ (২৭)। রোহিত সিং গরিফার বাসিন্দা এবং জুপিটার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, রাজা প্রসাদ রিষড়ার বাসিন্দা।তিনি জুপিটারে কাজ করত।
এর আগে পিকনিক করতে গিয়ে রহস্য মৃত্যুর খবর এসেছিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকা থেকে। অভিযোগ, পিকনিকে আসা এক ব্যক্তির মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন সঙ্গীরা। স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন তাঁদের। এরপর বিষয়টি সামনে আসে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ঘটনাস্থলে থাকা সকলকে আটকে রেখে সোনারপুর থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ওই ব্যক্তির দেহ শক্ত হয়ে গেলেও যুবকরা অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, ওই ব্যক্তি জীবিত আছেন, চোখে-মুখে জল দিতে এসেছেন। পরে পুলিশ গিয়ে সেই মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এই আবহের মধ্যে ফের একবার এমন ঘটনা।
