Indian Industry: গোটা বিশ্বে ঝড় তুলছে ভারত! চিনকে বলে বলে গোল দিয়ে মাত্র ৮ বছরেই ২৩৯ শতাংশ বৃদ্ধি
Indian Industry: রিপোর্ট বলছে, আগে উৎপাদন যা ছিল তা শুধুমাত্র ২০১৪ থেকে ২০২০ সাল অর্থাৎ মাত্র ৬ বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে। একইসঙ্গে প্রস্তুতকারি সংস্থাগুলির কাঁচামাল আমদানির পরিমাণও এই সময়কালে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে জানা যাচ্ছে।
কলকাতা: ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে ছুটছে ভারতীয় অর্থনীতি। চাপ বাড়ছে বিশ্বের একাধিক তাবড় তাবড় উন্নত দেশ। রফতানি খাতেও এসেছে জোয়ার। এবার একেবারে বিপ্লব হয়ে গেল ভারতে তৈরি খেলনা রফতানির ক্ষেত্রে। তথ্য বলছে, ২০১৪-১৫ অর্থবর্ষের থেকে ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে তৈরি খেলনা রফতানির পরিমাণ ২৩৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে আমদানির পরিমাণ কমেছে প্রায় ৫২ শতাংশ। প্রসঙ্গত, এক সময় খেলনার দুনিয়ায় গোটা বিশ্বে দাপট দেখিয়েছে চিন। এবার সেখানেই একেবারে কড়া টক্কর দিতে শুরু করেছে ভারত।
সম্প্রতি ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) হয়ে ‘Success story of made in India toys’ শীর্ষক একটি সমীক্ষা চালায় আইআইএম লখনৌ। তাতেই দেখা যায় কীভাবে গোটা বিশ্বে ক্রমেই দাপট বাড়ছে ভারতে তৈরি খেলনা। একইসঙ্গে এই রিপোর্টে, এই সামগ্রিক ক্ষেত্রে কীভাবে ভারত সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কীভাবে খেলনা তৈরির কারখানার সম্প্রসারণ, দেশীয় প্রযুক্তিতে জোর দেওয়া হয়েছে সবটাই তুলে ধরা হয়েছে।
এই খবরটিও পড়ুন
রিপোর্ট বলছে, আগে উৎপাদন যা ছিল তা শুধুমাত্র ২০১৪ থেকে ২০২০ সাল অর্থাৎ মাত্র ৬ বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে। একইসঙ্গে প্রস্তুতকারি সংস্থাগুলির কাঁচামাল আমদানির পরিমাণও এই সময়কালে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে জানা যাচ্ছে। যা একেবারে ৩৩ থেকে ১২ শতাংশে নেমে এসেছে।