AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafale Jets: অপেক্ষার অবসান! ‘আকাশ-ভেদী’ রাফালকে কিনে ফেলল ভারত

Rafale Jets: ভারতে আসতে পারে এই যুদ্ধবিমানগুলি? প্রশাসনিক সূত্রে খবর, রাফাল এম ভারতে আসা শুরু করবে ২০২৮ সাল থেকে ২৯ সালের মধ্যে এবং ২০৩১ সালের মধ্যে শেষ হবে গোটা ডেলিভারির কাজ।

Rafale Jets: অপেক্ষার অবসান! 'আকাশ-ভেদী' রাফালকে কিনে ফেলল ভারত
সাক্ষর রাফাল চুক্তিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Apr 28, 2025 | 4:14 PM
Share

নয়াদিল্লি: কোথায় পালাবে পাকিস্তান? যখন ধাক্কা খেতে খেতে চলছে তাদের যুদ্ধবিমান, সেই আবহে বড় চুক্তি স্বাক্ষর করে ফেলল ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল এম যুদ্ধবিমানের চুক্তি করেছে নয়াদিল্লি।

এখন চুক্তি স্বাক্ষর হলেও কবে ভারতে আসতে পারে এই যুদ্ধবিমানগুলি? প্রশাসনিক সূত্রে খবর, রাফাল এম ভারতে আসা শুরু করবে ২০২৮ সাল থেকে ২৯ সালের মধ্যে এবং ২০৩১ সালের মধ্যে শেষ হবে গোটা ডেলিভারির কাজ। তবে ভারতে আগত এই যুদ্ধবিমানগুলি কিন্তু বায়ুসেনা পাচ্ছে না। এরা যেতে চলেছে নৌসেনার কাছে। জানা গিয়েছে, মোট ২৬টি রাফালের মধ্যে ২২টি এক আসনের নৌ-সংরক্ষণ, যেগুলি যাবে ভারতীয় নৌসেনার কাছে। বাকি চারটি দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান।

কোথায় অন্য যুদ্ধবিমানদের মাত দেবে রাফাল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোটা বিশ্বজুড়ে এক নামে পরিচিতি রাফালের। মাল্টি রোলিং ক্ষমতা সঙ্গে শত্রু নিক্ষেপে ধুরন্ধর। সব মিলিয়ে রাফালের দক্ষতা প্রশ্নাতীত। তার সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তৈরি অস্ত্র। যত দূরেই থাকুক শত্রু, রাফালের SCALP ক্রুস মিসাইল তাকে নিমিষে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও, রাফাল কিন্তু নিজের মধ্যে বইতে পারে পরমাণুও।

তবে জানেন কি, কতটা দ্রুত আকাশকে ভেদ করে এগোতে পারে রাফাল এম? ওয়াকিবহাল মহল বলছে, ঘণ্টায় ২ হাজার ২২২ কিলোমিটার গতিবেগে আকাশকে চিরে দিয়ে ছুটে যেতে পারে রাফাল। যা মিনিটে পার করে দেবে পাকিস্তানকে। বুঝে উঠতেও পারবে না তারা। যখন একদিকে মাথার উপর বসে সর্বক্ষণ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে চিন। তাদের আবার দোসর হচ্ছে পাকিস্তানও। সেই আবহে এদের মুখ বন্ধ করতেই রাফালকেই মোক্ষম জবাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।