এই সব দেশে ফের গম ও ভাঙা চাল রফতানি করবে ভারত
এই তিন দেশে ভাঙা চাল ও গম সরবরাহের পাশাপাশি চলতি অর্থবর্ষেই নেপালে গম রফতানির অনুমতি দেওয়া হয়েছে। নেপালের অনুরোধে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: বেশ কয়েকটি দেশে পুনরায় গম ও ভাঙা চাল রফতানি করবে ভারত। মঙ্গলবার কেন্দ্রের তরফে এ সংক্রান্ত ২টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই নির্বাচিত কয়েকটি দেশে পুনরায় গম ও ভাঙা চাল রফতানি করার অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এবং আফ্রিকার দেশ সেনেগাল ও গাম্বিয়ায় ২০২৩-২৪ অর্থবর্ষে রফতানি করা হবে। এই দেশগুলিতে আগেও গম ও ভাঙা চাল রফতানি করত ভারত। ২০২২ সালে তা বন্ধ করা হয়। দেশের বাজারে এই সব দ্রব্যের দাম যাতে কমে সে জন্য রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই তিন দেশে ভাঙা চাল ও গম সরবরাহের পাশাপাশি চলতি অর্থবর্ষেই নেপালে গম রফতানির অনুমতি দেওয়া হয়েছে। নেপালের অনুরোধে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের যে সমস্ত রফতানিকারী এই সব দেশে রফতানি করবে, তাদের রফতানির পরিমাণ বেঁধে দেওয়া হবে। এর জন্য রফতানিকারীদের নিলামে অংশ নিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এল নিনোর জেরে ইন্দোনেশিয়ায় চাল উৎপাদনে ঘাটতি দেখা গিয়েছে। তা পূরণে ভারত থেকে চাল কেনার জন্য চুক্তিও করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ।
