নতুন গাড়ি কিনে বিপাকে Indian Cricketer, বাজেয়াপ্ত হতে পারে গাড়ি! নোটিশ দিল সরকারই

Indian Cricketer in Trouble: নতুন কেনা গাড়ির কারণে শুধুমাত্র বিপদে পড়েছেন ভারতীয় ক্রিকেটার, ব্যাপার এমন নয়। যে দোকান থেকে গাড়ি কিনেছেন তিনি, ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও।

নতুন গাড়ি কিনে বিপাকে Indian Cricketer, বাজেয়াপ্ত হতে পারে গাড়ি! নোটিশ দিল সরকারই
Image Credit source: PTI

Aug 12, 2025 | 5:10 PM

সদ্য ইংল্যান্ড সফর থেকে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার আকাশ দীপ। আর তারপরই কিনেছেন একটি চারচাকা। কিন্তু বিপত্তি তাতেই। গাড়ি কেনার ৩ দিনের মধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়েছে সরকার। সেই নোটিশে বলা হয়েছে বেশ কিছু শর্ত না মানলে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না তিনি। এমনকি বাজেয়াপ্ত করা হতে পারে তাঁর নতুন গাড়িও।

নতুন গাড়ি কেনার পরই সেই গাড়ি নিয়ে ছবি তুলে পোস্ট করেন আকাশ দীপ। আর সেখানেই দেখা গিয়েছে তাঁর নতুন এই গাড়িতে নেই কোনও রেজিস্ট্রেশন। এমনকি টেম্পোরারি রেজিস্ট্রেশনও করা হয়নি তাঁর গাড়ির। লাগানো নেই HSRP বা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট।

নতুন কেনা গাড়ির কারণে শুধুমাত্র বিপদে পড়েছেন আকাশ দীপ, ব্যাপার এমন নয়। যে দোকান থেকে গাড়ি কিনেছেন আকাশ দীপ, ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও। আগামী ১ মাস গাড়ি বিক্রি করতে পারবে না তারা।

এ ছাড়াও বকেয়া রয়েছে নতুন গাড়ির রোড ট্যাক্সও। আর রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় নামানো যাবে না এই গাড়ি। কিন্তু ইতিমধ্যে নতুন কেনা গাড়ির ব্যবহার করে ফেলেছেন আকাশ দীপ। যদিও গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজ যতক্ষণ না শেষ হবে, গাড়ি নিয়ে তাঁকে বেরোতে মানা করেছে প্রশাসন। সেই নির্দেশিকা না মানলে তাঁর গাড়ির বাজেয়াপ্ত করতে পারে বিহার সরকার।