
আজ ৫ মে। বেশ খানিকটা বাড়ল দেশের শেয়ার সূচক। ১১৪ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স বেড়েছে ২৯৪ পয়েন্ট।
আজ ৯৭৭ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক। নিফটি মিডক্যাপ ১০০ সূচক বেড়েছে ৯৭০ পয়েন্ট। বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে ৫৮৪ পয়েন্ট। অন্যদিকে, ৫৬১ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ১৯৫ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক।
ভারতের বেঞ্চমার্ক সূচকের পাশাপাশি চড়চড়িয়ে বেড়েছে জাপান ও চিনের সূচক। জাপানি সূচক নিক্কেই বেড়েচেহ ৩৭৮ পয়েন্ট। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৩৮৫ পয়েন্ট।
আজ বাড়ল যারা:
আজ কোনও সূচক আপার সার্কিট হিট করেনি। যদিও বেড়েছে জেএইচএস সভেন্ডগার্ড রিটেল ভেঞ্চার্স, অসীমা লিমিটেড, ইউনিভার্সাল কেবলস, নেটওয়েব টেকনোলজিস, পরাগ মিল্ক ফুডের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে জি-টেক জাইনক্স এডুকেশন, কেসল্ভস ইন্ডিয়া, লোটাস আই হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউট লিমিটেড, ভি-মার্ট রিটেল, সিলভার টাচ টেকনোলজিসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
*২ মে বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।