Share Market News: বাড়ছে ভারতের বাজার! ৪ দিনে প্রায় ১,০০০ পয়েন্ট বাড়ল নিফটি ৫০
Nifty 50-Sensex: পরপর ৪ দিন টানা বাড়ল দেশের ২ বেঞ্চমার্ক সূচকই। ৪১৪ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে সেনসেক্স বাড়ল ১,৫০৮ পয়েন্ট।

আজ ১৭ এপ্রিল, পরপর ৪ দিন টানা বাড়ল দেশের ২ বেঞ্চমার্ক সূচকই। ৪১৪ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে সেনসেক্স বাড়ল ১,৫০৮ পয়েন্ট।
আজ মোটামুটি বেড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ১,১৭২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ১,৫৫৭ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৩৮১ পয়েন্ট বেড়েছে নিফটি ১০০। বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে ২৪৮ পয়েন্ট।
ভারতের বাজারের উর্ধ্বগতির সঙ্গে আজ পাল্লা দিয়ে বেড়েছে জাপানি ও চিনা সূচক। জানাপি সূচক নিক্কেই বেড়েছে ৪৫৭ পয়েন্ট। অন্যদিকে, চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৩৩৮ পয়েন্ট।
GFX IN
শেয়ার মার্কেটের এমন গবেষণামূলক তথ্য যদি ভাল লাগে, তাহলে অবশ্য লাইক করুন। আর যে কোনও শেয়ার সম্পর্কে জানতে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা তা নিয়ে পরবর্তী ভিডিয়োয় আলোচনা করব।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে সেকমার্ক কন্সাল্টেন্সি। এ ছাড়াও বেড়েছে অসওয়াল গ্রিনটেক, এসএমএস লাইফসাইন্সেস, অসওয়াল অ্যাগ্রো মিলস, ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল ত্রাভাঙ্কোর।
আজ পড়ল যারা:
আজ পড়েছে রাজ অয়েল মিলস, ত্বমেভ কন্সট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ডায়নামিক প্রোডাক্টস, রসেল ইন্ডিয়া, সোনাটা সফটওয়্যারের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ৫৫ টাকা ডিভিডেন্ড দিল সানোফি কনজিউমার হেলথকেয়ার
- আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে টাটা এলেক্সি, ন্যাশনাল স্ট্যান্ডার্ড, অভীক ক্যাপিটাল, এইচডিএফসি লাইফ ইন্সিওরেন্স, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
- চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ইনফোসিস, সনৎ নাগর এন্টারপ্রাইজ ও প্রপার্টি শেয়ার।
- বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ইটুই নেটওয়ার্ক, শ্রেনিক, ডেসিনসু ট্রেডিং, অমনিটেক্স ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা ইপিসি ইরিগেশন, ইন্দোসোলার ও জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
*১৭ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
