রাত ১০টার পর টিকিট চেক করতে পারেন না TTE, বিস্তারে জেনে নিন রেলের এই নিয়ম

ঈপ্সা চ্যাটার্জী |

May 12, 2024 | 2:19 PM

Indian Railways: ট্রেনে উঠলেই টিকিট যাচাই করতে আসেন টিকিট পরীক্ষক বা টিটিই। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন নিয়মও তৈরি করেছে। ট্রেনে আপনি কী কী জিনিস বহন করতে পারবেন, তার যেমন নিয়ম রয়েছে, তেমনই টিকিট পরীক্ষা নিয়েও নিয়ম রয়েছে। 

রাত ১০টার পর টিকিট চেক করতে পারেন না TTE, বিস্তারে জেনে নিন রেলের এই নিয়ম
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: দেশের লাইফলাইন ভারতীয় রেলওয়ে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- দেশের প্রতিটি প্রান্তকে জুড়েছে ভারতীয় রেল। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনে যাতায়াতের জন্য টিকিট থাকা বাধ্যতামূলক। ট্রেনে উঠলেই টিকিট যাচাই করতে আসেন টিকিট পরীক্ষক বা টিটিই। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন নিয়মও তৈরি করেছে। ট্রেনে আপনি কী কী জিনিস বহন করতে পারবেন, তার যেমন নিয়ম রয়েছে, তেমনই টিকিট পরীক্ষা নিয়েও নিয়ম রয়েছে।

ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, টিকিট পরীক্ষক বা টিটিই দূরপাল্লার ট্রেনে রাত ১০টার পর আপনার টিকিট পরীক্ষা করতে পারবেন না। ভোর ৬টার আগেও যাত্রীর ঘুম ভাঙিয়ে টিকিট পরীক্ষা করার অধিকার নেই টিটিই-র। অর্থাৎ আপনি যদি দূরপাল্লার ট্রেনে ওঠেন, তবে মাঝরাতে আপনার টিকিট পরীক্ষা করতে পারবেন না। টিটিই সকাল হওয়ার পরই টিকিট পরীক্ষা করতে আসবেন।

তবে আপনার যদি রাতের ট্রেন হয়, অর্থাৎ আপনার যাত্রা রাত ১০টার পর শুরু হয়, তবে টিটিই এসে তখন আপনার টিকিট পরীক্ষা করতে পারেন।

একইভাবে ভোর ৬টার পর মিডল বার্থ খুলে রাখা যায় না। আপনাকে বার্থ খুলে দিতে হবে, যাতে বাকি যাত্রীরা বসতে পারেন। ট্রেনে ঘুমোনোর সময় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ধার্য করা হয়েছে। এর বেশিক্ষণ মিডল বার্থ খোলা রাখা যায় না। রাত ১০টার পর জোরে কথা বলা বা গান বাজানোও নিষিদ্ধ।

Next Article