
ফাইল চিত্র।Image Credit source: PTI
নয়া দিল্লি: চারিদিকে পুজো-পুজো গন্ধ। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। সামনেই দুর্গাপুজো। তারপরে রয়েছে দিপাবলী, ভাইফোটা, ছট, খ্রিস্টমাস। এই উৎসবের মরশুমে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে। তবে গণ্ডগোলটা হয় ট্রেনের টিকিট কাটা নিয়ে। আদৌ টিকিট মিলবে কি না, কটা সিট ফাঁকা রয়েছে, এই প্রশ্ন অনেকেরই মনে জাগে। তবে আপনি জানেন কি, ট্রেনে টিকিট কাটার আগেই আপনি দেখে নিতে পারেন যে কটা সিট ফাঁকা রয়েছে। কীভাবে দেখবেন, জেনে নিন-
- যদি আপনি টিকিট কাটার আগে দেখে নিতে চান যে সেই ট্রেনে সিট ফাঁকা রয়েছে কি না, তাহলে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্য়াপ থেকে দেখে নিতে পারেন।
- আইআরসিটিসি-র ওয়েবসাইট খুলে ‘চার্ট/ভ্য়াকান্সি’ অপশনে ক্লিক করুন। কিংবা ‘গেট ট্রেন চার্ট’ (Get Train Chart) অপশনে ক্লিক করুন।
- এবার যে ট্রেনে সফর করতে চান, তার নম্বর বসান।
- কোন স্টেশন থেকে উঠতে যান এবং কবে সফর করবেন, সেই তথ্য দিন।
- কোন ক্লাসে সফর করবেন, তা বেছে নিলেই কোন কোচে কত সিট ফাঁকা রয়েছে দেখতে পাবেন।
- যে সিট গ্রিন দেখাবে, সেগুলি ফাঁকা।
- হলুদ রঙ দেখাবে যে সিটে, সেগুলি অর্ধেক পথের জন্য বুকিং রয়েছে।
- ধূসর রঙ যেগুলিতে দেখাবে, সেগুলি ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে।
এছাড়া আপনি চাইলে রেডরেল বা রেলমিত্র (RailMitra)-র মতো থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যে কোন ট্রেনে কটা সিট ফাঁকা রয়েছে।