
নয়া দিল্লি: আজ থেকে চালু হচ্ছে ট্রেনের নতুন ভাড়া। চলতি মাসেই ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার ঘোষণা করেছিল। আজ, ২৬ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর হচ্ছে। এর আগে জুলাই মাসেও ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। নতুন ভাড়া কত কী হল, দেখে নিন-
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না। দূরপাল্লার ট্রেনে ভাড়া বাড়ছে। ২১৫ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেইল ও এক্সপ্রেস ট্রেনের এসি ও নন-এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়বে।
২১৫ কিলোমিটারের নীচে ভ্রমণ করলে কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। মান্থলি টিকিটের দামেও কোনও পরিবর্তন আসবে না।
যারা সেকেন্ড ক্লাসে যাতায়াত করবেন, তাদের ২১৬ কিলোমিটার থেকে ৭৫০ কিলোমিটার দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে ৫ টাকা অতিরিক্ত লাগবে। ৭৫১ কিলোমিটার থেকে ১২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে যাতায়াত করলে ১০ টাকা অতিরিক্ত লাগবে। ১২৫১ কিলোমিটার থেকে ১৭৫০ কিলোমিটারের মধ্যে যাতায়াত করলে ১৫ টাকা অতিরিক্ত খরচ পড়বে। ১৭৫১ কিলোমিটার থেকে ২২৫০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করলে অতিরিক্ত ২০ টাকা পড়বে।
স্লিপার ও ফার্স্ট ক্লাসের যাত্রীদের ভাড়াও প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেইল, এক্সপ্রেস ট্রেনের এসি ও নন-এসি কামরার যাত্রীদের ২১৫ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে অতিরিক্ত ভাড়া দিতে হবে। ৫০০ কিলোমিটার যাত্রা পথে ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।
বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, গতিমান, হামসফর এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, জন শতাব্দী, যুব এক্সপ্রেস ও নমো ভারত র্যাপিড রেলের ভাড়া বাড়ছে।