
নয়া দিল্লি: তৎকাল বুকিংয়ে জালিয়াতি হচ্ছে, এই অভিযোগ দীর্ঘদিনের। এই জালিয়াতি রুখতে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। অনলাইনে টিকিট কাটার দালালদের আটকাতে যেমন সময় ভাগ করে দেওয়া হয়েছে, তেমনই আধার অথেনটিকেশনের নিয়মও আনা হয়েছে। ১ ডিসেম্বর থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরও এক ধাপ যোগ করা হয়েছে। ওটিপি ভেরিফিকেশন। নতুন নিয়মে কীভাবে টিকিট কাটবেন?
১ ডিসেম্বর থেকে ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফিকেশনের নিয়ম চালু করেছে। আইআরসিটিসির ওয়েবসাইট, অ্যাপ বা রেলওয়ে টিকিট কাউন্টার- যেখান থেকেই তৎকাল টিকিট কাটতে যান না কেন, ওটিপি লাগবেই। টিকিট বুক করার সময় যাত্রীরা যে ফোন নম্বর দেবেন, তাতেই এই ওটিপি আসবে।
আপাতত মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ শতাব্দী এক্সপ্রেসেই এই ওটিপি বুকিংয়ের নিয়ম চালু হয়েছে। ধাপে ধাপে বাকি ট্রেনেও তৎকাল টিকিটের ক্ষেত্রে এই নিয়ম চালু হবে। চলতি বছরই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার অথেনটিকেশনের নিয়ম চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যারা তৎকালের টিকিট কাটবেন, তাদের ক্ষেত্রে আধার অথেনটিকেশন বাধ্যতামূলক। এর পরের এক ঘণ্টায় তৎকাল বুকিংয়ে আধার অথেনটিকেশনের প্রয়োজন পড়বে না।