
নয়া দিল্লি: ৭টি লুচি, সঙ্গে আলুর দম। আবার রয়েছে আচারও। এই খাবারের দাম কত হবে বলুন তো? ৫০ টাকা বা তার বেশি? নাহ। মাত্র ১৫ টাকাতেই পেট ভরবে। আর এর দায়িত্ব নিয়েছে ভারতীয় রেলওয়ে। দাম কম বলে ভাববেন না, খাবারের গুণমানে কোনও খামতি থাকবে।
ট্রেনে সফরের ক্ষেত্রে অনেকেরই প্রধান চিন্তা থাকে খাওয়া-দাওয়া নিয়ে। ট্রেনের খাবার মুখে রোচে না অনেকের। এদিকে বাইরের খাবার বিক্রেতা বা স্টেশনের দোকান থেকে খাবার কিনতেও ভয়। এবার আর ট্রেনে খাবার নিয়ে যাত্রীদের চিন্তা করতে হবে না। সস্তায় পেট ভরানোর মতো খাবার মিলবে ট্রেন ও স্টেশনে।
গত বছর ভারতীয় রেলওয়ের সঙ্গে ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) হাত মিলিয়ে কম খরচে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়িত্ব নিয়েছে। বিশেষ করে যারা জেনারেল কামরায় যাতায়াত করেন, তারা ট্রেনের খাবার পরিষেবা পান না। এই যাত্রীদের কথা মাথায় রেখেই সাধ্যের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খাবারের প্যাকেট।
🚨 Janata Khana: Indian Railways’ Affordable Meal Scheme for Just ₹15. 🚆🇮🇳 pic.twitter.com/hFcoogwQbv
— Gems (@gemsofbabus_) June 26, 2025
মাত্র ১৫ টাকায় ৭টা লুচি, সঙ্গে আলুর দম বা তরকারি এবং আচার মিলছে ‘জনতা খানা’য়। ২০ টাকারও একটা প্যাকেট রয়েছে, যেখানে সঙ্গে পাওয়া যাবে ৩০০ মিলিলিটারের জলের বোতল।
জনতা খানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ছবি দেখে অনেকেই বলেছেন যে ১৫ টাকা মূল্যে এই খাবার যথেষ্ট ভাল। যাদের হাতে সময় থাকে না, বা পকেটে কম টাকা, তার এই খাবার দিয়ে পেট ভরাতে পারবেন।