Train Ticket Discount: ট্রেনের টিকিট কাটলেই পাবেন বাম্পার ডিসকাউন্ট, এই অ্যাপের কথা অনেকে জানেনই না…

Indian Railways: ভারতীয় রেলওয়ের নিজস্ব অ্যাপ এটি। রেলওয়ান অ্যাপ থেকে রিজার্ভ, আন-রিজার্ভ ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়। পাশাপাশি লাইভ ট্রেন লোকেশন ট্র্য়াকিং, পিএনআর স্টেটাস, মিল বুকিং, অভিযোগ জানানোর মতো যাবতীয় সুবিধাও পাওয়া যায়।  

Train Ticket Discount: ট্রেনের টিকিট কাটলেই পাবেন বাম্পার ডিসকাউন্ট, এই অ্যাপের কথা অনেকে জানেনই না...
ট্রেনের টিকিট কাটলেই পাবেন ডিসকাউন্ট।Image Credit source: X

|

Jan 01, 2026 | 9:22 AM

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোর দিন এখন অতীত। অনলাইনেই কয়েকটা ক্লিকে কেটে নেওয়া যায় ট্রেনের টিকিট। নতুন বছর থেকে এবার আরও সুবিধা। অনলাইনে ট্রেনের টিকিট কাটলে এবার পাবেন ডিসকাউন্টও। কীভাবে পাবেন এই ডিসকাউন্ট, দেখে নিন-

ভারতীয় রেলওয়ের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। এবার থেকে রেলওয়ান (RailOne) মোবাইল অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটলে পাওয়া যাবে তিন শতাংশ ডিসকাউন্ট। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং ডিজিটাল টিকিটের প্রচার আরও বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

কীভাবে ডিসকাউন্ট পাবেন?

রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কাটলেই, যে কোনও ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টের সময় এই ডিসকাউন্ট পাওয়া যাবে। অসংরক্ষিত রিজার্ভেশনে টিকিটের দামে তিন শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। আর-ওয়ালেট (R-Wallet) দিয়ে পেমেন্ট করলেও তিন শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 

প্রসঙ্গত, রেলওয়ান অ্যাপ থেকে রিজার্ভ, আন-রিজার্ভ ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়। পাশাপাশি লাইভ ট্রেন লোকেশন ট্র্য়াকিং, পিএনআর স্টেটাস, মিল বুকিং, অভিযোগ জানানোর মতো যাবতীয় সুবিধাও পাওয়া যায়।