Indian Railway Rules: ট্রেনে ভ্রমণের সময় ব্য়াগে মদ রয়েছে? কী শাস্তির মুখে পড়তে পারেন, জেনে নিন
Alcohol Rules: লোকাল বা দূরপাল্লার ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন বা মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠেন, তাহলে রেল কর্তৃপক্ষের তরফে আপনাকে শাস্তি দিতে পারে।

নয়া দিল্লি: কাছেপিঠে হোক বা দূরের কোথাও, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষই যাতায়াতের জন্য রেলের উপরই ভরসা রাখেন। ভারতীয় রেলে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফে একাধিক বিধি নিষেধ তৈরি করা হয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তি, যেমন জরিমানা বা জেল অবধি হতে পারে। তাই ট্রেনে যাত্রার আগে ভারতীয় রেলওয়ের এই নিয়মগুলি সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি। রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেনে ধূমপান করতে পারেন না। কিন্তু ঘুরতে যাওয়ার সময়ে অনেকেই সঙ্গে মদ নিয়ে যান। তবে ট্রেনে কি আদৌই মদ নিয়ে যাওয়া যায়? যদি মদ্যপান করে ওঠেন, তবেই বা কী শাস্তির মুখে পড়তে হতে পারে আপনাকে?
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, লোকাল বা দূরপাল্লার ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন বা মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠেন, তাহলে রেল কর্তৃপক্ষের তরফে আপনাকে শাস্তি দিতে পারে। এক্ষেত্রে আপনার ৫০০ টাকা অবধি জরিমানা বা ৬ মাস অবধি জেলে যেতে হতে পারে। রেলওয়ে আইন ১৯৮৯-র ১৪৫ ধারা অনুযায়ী, রেলওয়ে চত্বরে কোনও ব্যক্তিকে মদ্য়পান করতে দেখা গেলে বা মদ্যপ অবস্থায় ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা বা ৬ মাস অবধি জেল হতে পারে। রেলওয়ে চত্বর বলতে শুধু ট্রেনের ভিতরেই নয়, রেলওয়ে স্টেশনও অন্তর্ভুক্ত।
মদ বহন করার নিয়ম-
ট্রেনে মদ বহন করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ না থাকলেও, বিহার, গুজরাটের মতো বিভিন্ন রাজ্য়ে মদ নিষিদ্ধ। সেক্ষেত্রে সেই রাজ্যের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময়ে যদি কোনও রেল যাত্রীর কাছ থেকে মদ উদ্ধার করা হয়, তবে সে রাজ্যের নিয়ম অনুযায়ী যাত্রীকে সাজা দেওয়া হবে।
যদি কোনও ব্যক্তি ট্রেনে ভ্রমণের সময় মদ নিয়ে যান, তবে ২ লিটারের বেশি মদ নিয়ে যেতে পারবেন না। এছাড়া সেই মদের বোতল সম্পূর্ণ সিল থাকতে হবে। বাকি যাত্রীদের চোখে যাতে না পড়ে, এমন প্যাকেটে রাখতে হবে মদের বোতল।
