Tatkal Ticket Booking: ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে আসছে বিরাট বদল, জেনে নিন টিকিট কীভাবে পাবেন?

Railways: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পিআরএস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও যদি তৎকাল টিকিট বুক করতে চান, তবে তাদেরও ওটিপি ভেরিফিকেশন করতে হবে।

Tatkal Ticket Booking: ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে আসছে বিরাট বদল, জেনে নিন টিকিট কীভাবে পাবেন?
তৎকাল টিকিট বুকিংয়ে আসছে বিরাট পরিবর্তন।Image Credit source: X

|

Jun 12, 2025 | 11:33 AM

নয়া দিল্লি: তৎকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলওয়ের। তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের ই-অথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার তিনি জানালেন কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। একইসঙ্গে এজেন্টদের নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৎকাল টিকিটে জালিয়াতির অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। যাত্রীদের অভিযোগ ছিল, তৎকালের টিকিট কিছুতেই মিলছে না। বুক করতে গেলেই সার্ভার ডাউন দেখাচ্ছে। তারপরই নিমেষে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই ভারতীয় রেলওয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তৎকাল বুকিংয়ে আধার ভিত্তিক ই-অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আধারের তথ্য যাচাই ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে এই নিয়ম চালু হচ্ছে। আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতে হবে। আগামী ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পিআরএস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও যদি তৎকাল টিকিট বুক করতে চান, তবে তাদেরও ওটিপি ভেরিফিকেশন করতে হবে।

সাধারণ মানুষ যাতে তৎকালে টিকিট পান, তার জন্য় নতুন নিয়ম আনা হয়েছে। এবার থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন।

উল্লেখ্য, তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে যাত্রার আগের দিন, সকাল ১০টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে ১০টার আগে এসি এবং সকাল সাড়ে ১১টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। এতে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।